এই মুহূর্তে




৫ উইকেট বুমরার, ইডেন টেস্টে ১৫৯ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট ভারতের

নিজস্ব প্রতিনিধিঃ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের প্রথম ইনিংস। জসপ্রীত বুমরার যাদুতে মাত্র ১৫৯ রানেই ভারতের কাছে অলআউট দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেট নিয়েছেন বুমরাহ নিজেই। শুক্রবার (১৪ নভেম্বর) ইডেন টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তেম্বা বাভুমা। কারণ হিসেবে জানিয়েছিলেন, ভারতের সঙ্গে এটা তাদের টিপিকাল ম্যাচ, তাই তিনিই প্রথম ব্যাটিং করবেন।

কিন্তু ভারতকে তাদের মাটিতে হারানো যে সহজ নয়, তা আরও একবার প্রমাণিত হল। ম্যাচের প্রথম দিনেই মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে গেল তেম্বা বাভুমারা। যদিও মাঠে ভালই লড়াই চালিয়েছিলেন প্রোটিয়া ব্যাটাররা। কিন্তু কোনও লাভ হল না। এদিন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটনের ৫৭ রানের ভার ওপেনিং জুটি বানিয়ে ছিলেন। কিন্তু তাদের অউটের পর আরও কোনও পার্টনারশিপ তৈরি হয়নি দলের। মার্করাম করেন ৩১ রান ও রায়ান রিকেলটন করেন ২৩ রান। অন্যদিকে ২৪ রানে আউট হন উইয়ান মুল্ডার।

সুতরাং প্রোটিয়াদের ওপেনার জুটি ছাড়া মাঠে তেমন কেউই লড়াই দেখাতে পারেনি। নতুন বল থেকে শুরু করে বল পুরোনো হওয়া পর্যন্ত সবেতেই দাপট দেখিয়েছেন ভারতীয় বোলাররা। তার মধ্যে জসপ্রীত বুমরার কৃতিত্ব অসামান্য। তিনি নিজেই পাঁচটা উইকেট নিয়েছেন। তিনি মার্করাম, রিকেলটন, টনি ডে জর্জি, সিমন হারমার ও কেশব মহারাজ-সহ ৫ প্রোটিয়া ব্যাটারদের শিকার করেছেন। অন্যদিকে দুটি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। একটি নিয়েছেন অক্ষর প্যাটেল। সুতরাং পাঁচ উইকেট নিয়ে রীতিমতো রেকর্ড গড়েছেন জসপ্রীত বুমরা। ২০১৮ সাল থেকে তিনিই এখনও পর্যন্ত টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারি। এতদিন সেই তালিকার শীর্ষে ছিলেন স্টুয়ার্ট ব্রড। কারণ তিনি টেস্টে ১২ বার ওপেনারদের আউট করেছিলেন। আর আজকের ম্যাচে দুই ওপেনারকে ফিরিয়ে মোট ১৩ বার ওপেনার উইকেট শিকারি হলেন বুমরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪২ বলে ১৪৪ রান, ১৫ ছক্কা হাঁকিয়ে এশিয়া কাপে শোরগোল ফেলে দিলেন বৈভব সূর্যবংশী

IPL নিলামের আগেই ১০ কোটি টাকায় দলবদল শামির, কে কিনল তারকা পেসারকে?

‘বিয়েটা এবার করতেই হবে’, ইডেনে টেস্টের মাঝেই কোচের কাছে ছুটির আবদার কুলদীপের

মেজাজ হারিয়ে লাল কার্ড দেখলেন রোনাল্ডো, আয়ারল্যান্ডের কাছে হার পর্তুগালের

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ স্পিনার ভারতের, ১১ জনের দলে কারা, জানালেন গিল

ইডেনে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ