নিজস্ব প্রতিনিধি: হার দিয়েই আইপিএলের প্রথমপর্বটা শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। তাই টুর্নামেন্টের প্লে-অফের লড়াইতে টিকে থাকার জন্য জয় তাদের খুবই দরকার ছিল। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে জয়ের সরণিতে ফিরল নাইটরা। ৯ উইকেটে জয় তুলে নিল ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি।
কেকেআরের বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ল আরসিবি-র মজবুত ব্যাটিং লাইনআপ। বরুণ চক্রবর্তী, রাসেল এবং ফার্গুসনদের দাপটে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় কোহলিদের ইনিংস।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি-র অধিনায়ক বিরাট। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত একেবারেই কাজে লাগেনি। ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে বেঙ্গালুরু। কোহলি (৫), পাডিক্কল (২২), ভরত (১৬), ডি ভিলিয়ার্স (০), ম্যাক্সওয়েল (১০), হাসারাঙ্গারা (০) একে-একে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। কলকাতার হয়ে ৩টি করে উইকেট পান বরুণ ও লকি। অল্পের জন্য হ্যাটট্রিক হাতছাড়া হয় বরুণের।