এই মুহূর্তে




১১ দিন আগে বিয়ে, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুলের ফুটবলার দিয়াগো জোতা




নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের ১১ দিন পরেই গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন লিভারপুলের স্ট্রাইকার দিয়াগো জোতার। স্পেনে এক গাড়ি দুর্ঘটনায় অকালেই প্রাণ হারালেন ২৮ বছর বয়সী পর্তুগিজ খেলোয়াড়। তিনি দেশের জার্সিতে পর্তুগালের হয়ে খেলতেন। মাত্র দু’সপ্তাহ আগেই দীর্ঘদিনের বান্ধবী রুতে কার্দোসোকে বিবাহ করেছিলেন দিয়াগো জোতার। তাঁদের তিন সন্তান রয়েছে। প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনার সময় পর্তুগিজ এই আন্তর্জাতিক খেলোয়াড় তার ভাইয়ের সঙ্গে ছিলেন, দুর্ঘটনায় তিনিও মারা গিয়েছেন। বুধবার (২ জুলাই) স্থানীয় সময় রাত ১২:৪০ টার নাগাদ উত্তর-পশ্চিম স্পেনের জামোরা প্রদেশের সের্নাদিলা অঞ্চলে গাড়ি দুর্ঘটনাটি ঘটেছে।

এদিন তাঁদের বিলাসবহুল ল্যাম্বোরগিনি গাড়িতে চেপে ভাইয়ের সঙ্গে গন্তব্যে যাচ্ছিলেন জোতা। তখনই অন্য একটি গাড়িকে পেছনে ফেলতে গিয়ে জোতার গাড়ি উল্টে যায়। এবং গাড়ির চাকা ফেটে আগুন ধরে যায়। সেখান থেকে গোটা গাড়িতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। এবং গাড়িতে থাকা জোতা ও তাঁর ভাই দুজনেই মারা যান। উল্লেখযোগ্যভাবে, জোতার ভাই আন্দ্রেও একজন পেশাদার ফুটবলার ছিলেন। তিনি পর্তুগিজ দ্বিতীয় লিগে পেনাফিয়েলের প্রতিনিধিত্ব করেছিলেন। জোতার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে স্পেনের সংবাদ মাধ্যমে। পর খবরটি নিশ্চিত করেন পর্তুগালের ফুটবল সংস্থার প্রধান পেদ্রো প্রোয়েনসোও। তিনিই নিশ্চিত করেছেন যে, জোতার সঙ্গে তাঁর ভাইও মারা গিয়েছেন।

তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘আজ সকালে স্পেনে দিয়াগো জোতা এবং আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগালের ফুটবল সংস্থা এবং পর্তুগাল ফুটবলের সঙ্গে যুক্ত সকলে এই খবরে বিধ্বস্ত। জাতীয় দলের হয়ে ৫০-এর কাছাকাছি ম্যাচ খেলেছিল জোতা। মানুষ হিসাবে অসাধারণ ছিলেন তিনি। সতীর্থ, বিপক্ষ সকলেই ওকে সমর্থন করতেন।’ প্রসঙ্গত, ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। অসাধারন পারফরম্যান্সের দ্বারা সহজেই তিনি তৎকালীন কোচ জুরগেন ক্লপের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। গত মরসুমে লিভারপুলের লিগ জয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জোতা। ২৬টি ম্যাচ খেলেছিলেন তিনি। সম্প্রতি পর্তুগালের হয়ে উয়েফা নেশন্‌স লিগ জিতেছিলেন জোতা। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই নিজের বিয়ের ছবি পোস্ট করে জোতা লিখেছিলেন, তিনি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান পুরুষ। তাঁর পোস্টটি অনুরাগীরাও পছন্দ করেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাইশ গজ কাঁপাতে এবার আসছেন বিরাট কোহলির ভাইপো, আগেভাগেই সতর্ক করলেন কোচ

হাতের আঙুলের হাড় ভাঙায় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নাইটের তরুণ ব্যাটার

একসঙ্গে ৩ বিদেশিকে সই করাল ইস্টবেঙ্গল, তালিকায় মেসির দেশের ফুটবলারও

২০২৬ বিশ্বকাপ থেকে পেনাল্টির নিয়ম বদলের সম্ভাবনা

২৩ জুলাই যুবভারতীতে ডুরান্ড কাপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সাকিব আল হাসানকে, কোন দলের নেতৃত্বে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ