এই মুহূর্তে




এশিয়ান ইউথ গেমসে হাঁটা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক নিয়ে বাড়ি এলেন মালদার পলাশ

নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার: এশিয়ান ইউথ গেমসে হাঁটা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে বাড়ি ফিরল মালদার পলাশ মণ্ডল। রবিবার সকালে মালদা ক্লাবের(Malda Club) উদ্যোগে তাকে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন, মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান(Chairman) কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল স্টেট স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, মালদা ক্লাবের সদস্য কিশোর ভগত, পদকজয়ী খেলোয়াড়ের কোচ অমিত রায় সহ অন্যান্যরা। রবিবার পলাশকে উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়।

২৪ অক্টোবর এশিয়ান ইউথ গেমসে(Asian Youth Games) ৫০০০ মিটার হাঁটা প্রতিযোগিতায় ২৪ মিনিট ৪৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে সে। প্রথম এবং দ্বিতীয় হয় চিন। ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জয় করে পলাশ মণ্ডল(Palesh Mandal)। তার বাড়ি মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা(52 Bigha) গ্রামে। সে বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীতে পড়াশোনা করে। বাবা গয়া মণ্ডল একজন সবজি বিক্রেতা। তার সাফল্যে সারাদেশ এবং রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও খুশির হাওয়া। আগামী দিনে তার আরো বড় সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

মালদা ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা পেয়ে আপ্লুত পলাশ মণ্ডল। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দাবি করেন মালদার পলাশ এই পদক জিতে মালদার নাম আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে। যা কিনা মালদাবাসী হিসেবে সকলেই গর্ব বলে মনে করছে। গোটা দেশের সম্মান আন্তর্জাতিক স্তরে তুলে ধরেছে পলাশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

চোট সারিয়ে ২২ গজে ফিরছেন পন্থ, কীভাবে প্রত্যাবর্তন জানালেন ঋষভ

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ