আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের কিংবদন্তি বক্সারদের কথা বলতে গেলেই সবার আগে উঠে আসবে ম্যানি প্যাকিয়ার নাম। আটটি আলাদা-আলাদা ওজন বিভাগে পৃথিবীর একমাত্র বিশ্বচ্যাম্পিয়ন তিনি। কিন্তু এবার প্রিয় বক্সিংকে বিদায় জানালেন এই তারকা বক্সার। রিংয়ের লড়াই ছেড়ে এবার রাজনীতির লড়াইতে আসতে চলেছেন প্যাকিয়া।
২০০৭ সালে রাজনীতিতে যোগ দিয়েছিলেন ফিলিপাইন্সের এই খ্যাতনামা বক্সার। তারপর পর থেকে রাজনীতির ময়দানে ধীরে-ধীরে জাকিয়ে বসতে থাকেন তিনি। এবারে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন প্যাকিয়া।
বক্সিং রিংয়ে তাঁর পাঞ্চ এবং ফুটওয়ার্ক ছিল দেখার মতো। ম্যানির পাঞ্চের সামনে প্রতিপক্ষের দাঁড়ানোর কোনও ক্ষমতা থাকত না বললেই চলে। তবে রাজনীতির ময়দানেও একই ছন্দে বাজিমাত করতে পারবেন তিনি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্বজুড়ে।
বর্তমান বক্সার ম্যানি প্যাকিয়া হলেন ফিলিপাইন্সের একজন সাংসদ। এবার রাষ্ট্রপতির পদের জন্য লড়বেন তিনি। তাই এবার রাজনীতিতে ফোকাস করার জন্য বক্সিংকে বিদায় জানালেন এই তারকা বক্সার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই এই কথা সকলকে জানিয়েছেন প্যাকিয়া।