এই মুহূর্তে




ফের গর্বে বুক চওড়া ভারতবাসীর, প্যারিসে সোনা জিতে বদলা নিলেন নীরজ




নিজস্ব প্রতিনিধি: সোনার ছেলে নীরজ চোপড়া আবারও দেশের মুখ উজ্জ্বল করলেন! ২০২৫ প্যারিস ডায়মন্ড লিগে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করে সোনার পদক জিতে নিয়েছেন। গতকাল শুক্রবার (২০ জুন) তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জার্মানির জুলিয়ান ওয়েবারকে হারিয়ে প্রথম স্থান অর্জন করেন। এই জয় শুধু একটি পদক জয় নয়, বরং গত দুটি টুর্নামেন্টে ওয়েবারের কাছে হারের বদলা।

বদলার লড়াই: নীরজ বনাম ওয়েবার

গত দুটি টুর্নামেন্টে নীরজ চোপড়া জুলিয়ান ওয়েবারের কাছে পরাজিত হয়েছিলেন। দোহা ডায়মন্ড লিগে ওয়েবার তাঁর শেষ থ্রো-ত ৯১.০৬ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে প্রথম স্থান দখল করেন। সেবার নীরজ ৯০.২৩ মিটার দূরত্বে থ্রো করে দ্বিতীয় স্থানে ছিলেন। এরপর, ২৩ মে পোল্যান্ডে আরেকটি টুর্নামেন্টে ওয়েবার ৮৬.১২ মিটার থ্রো করে নীরজের ৮৪.১৪ মিটারকে ছাপিয়ে যান। এই দুই হারের পর নীরজ প্রতিজ্ঞা করেছিলেন বদলা নেওয়ার। প্যারিস ডায়মন্ড লিগ এনে দিল সেই সুযোগ।

প্যারিসে নীরজ তাঁর প্রথম থ্রোয় ৮৮.১৬ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে সবাইকে তাক লাগিয়ে দেন। এই থ্রো তাঁকে প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে রাখে। দ্বিতীয় থ্রো-তে তিনি ৮৫.১০ মিটার থ্রো করেন, যা এখনও তাঁর প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক ভাল ছিল। যদিও তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বার তিনি ফাউল করেন, তবুও তাঁর শেষ থ্রো ৮২.৮৯ মিটার দূরত্ব নিশ্চিত করে। এই দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে ৮ পয়েন্ট এনে দেয়, যেখানে জুলিয়ান ওয়েবার দ্বিতীয় স্থানে শেষ করে ও ৭ পয়েন্ট পান।

নীরজের থ্রো: এক নজরে

এই প্রতিযোগিতায় নীরজ চোপড়ার জ্যাভেলিন থ্রোর বিবরণ নিম্নরূপ:

  • প্রথম থ্রো: ৮৮.১৬ মিটার
  • দ্বিতীয় থ্রো: ৮৫.১০ মিটার
  • তৃতীয় থ্রো: ফাউল
  • চতুর্থ থ্রো: ফাউল
  • পঞ্চম থ্রো: ফাউল
  • ষষ্ঠ থ্রো: ৮২.৮৯ মিটার

এই থ্রোগুলোর মাধ্যমে নীরজ প্রমাণ করলেন যে তিনি কেবল ভারতের নয়, বিশ্বের অন্যতম সেরা জ্যাভেলিন থ্রোয়ার। তাঁর ৮৮.১৬ মিটারের প্রথম থ্রো এই প্রতিযোগিতায় তাঁর জয় নিশ্চিত করে।

ভারতের জন্য গর্বের মুহূর্ত

নীরজ চোপড়ার এই জয় শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, ভারতের জন্যও একটি গর্বের মুহূর্ত। গত কয়েক বছরে তিনি বারবার প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বের সেরাদের একজন। টোকিও অলিম্পিক ২০২০ এ সোনা জয়ের পর থেকে তিনি ভারতীয় অ্যাথলেটিক্সের একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন। এই জয়ের মাধ্যমে তিনি আবারও দেখিয়ে দিলেন যে কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং প্রতিজ্ঞা দিয়ে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

শেষমুহূর্তে হরভজন, শিখর ধাওয়ানদের আপত্তিতে বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ, ক্ষমা চাইল WCL

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি, টপকে গেলেন রোনাল্ডোকে

বিশ বাঁও জলে এশিয়া কাপ, ঢাকার বৈঠক বয়কট শ্রীলঙ্কা-সহ আরও ৩ বোর্ডের

মাত্র ৫৮ রান প্রয়োজন, তাহলেই গ্যারি সোবার্সের মতো জাদেজাও ‘স্যার’

১১ কোটি টাকা! রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি মহিলা ফুটবলার হলেন অলিভিয়া স্মিথ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ