এই মুহূর্তে




Paris Olympics 2024: ফ্রান্সকে হারিয়ে ৩২ বছরে বাদে সোনা জিতল স্পেন




নিজস্ব প্রতিনিধি: অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে স্পেন ফুটবল দল। ইউরো কাপ জয়ের পরে শুক্রবার রুদ্ধশ্বাসম্যাচে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে অলিম্পিক্স ফুটবলে সোনা জিতল স্প্যানিশরা। ম্যাচের শুরুতে অবিশ্বাস্যভাবে পিছিয়ে থেকে দুরন্ত লড়াইয়ে ফিরে বিজয়ীর তকমা তুলে নিলেন সের্গেই কামেল্লারা। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিক্সের পরে ৩২ বছর বাদে অলিম্পিক্স ফুটবলে সোনা জিতল স্প্যানিশরা। উল্টোদিকে ঘরের মাঠে চোকার্স তকমা মেটাতে পারল না ফরাসিরা।

পার্ক দে প্রিন্সেসে এদিন ম্যাচের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিল দু’দল। যদিও স্পেনের তুলনায় ঘরের মাঠে অনেকটাই আগ্রাসী ছিল ফরাসি দল। ম্যাচের ১১ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন মিলট। বক্সের মধ্যে এক স্প্যানিশ ডিফেন্ডারের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে গোল করতে ভুল করেননি তিনি। স্পেনের গোলরক্ষকের হাত ছুঁয়ে বল জালে জড়ায়। পরের মিনিটেই ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ এসেছিল ফরাসিদের কাছে। ওলিসে বক্সের মধ্যে ফের  মিলটকে লক্ষ্য করে বল বাড়িয়েছিলেন। কিন্তু সময়মতো বলে পা লাগাতে পারেননি মিলট। গোল খাওয়ার পরেই খোঁচা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে স্প্যানিসরা। ম্যাচের ১৮ মিনিটে সমতা ফেরান ফারমিন লোপেজ। বায়েনার কাছ থেকে পাওয়া  পাসে বক্সের মধ্যে থেকে নিচু কোনাকুনি শটে জাল কাঁপান তিনি। ২৫ মিনিটের মাথায় এগিয়ে যায় স্পেন। রুইজের শট ফরাসি কিপার রেস্তেস ক্লিয়ার করতে পারেননি। বল পেয়ে যান লোপেজ। সহজেই ফ্রান্সের জালে জড়ান তিনি। চলতি অলিম্পিক্সে এ নিয়ে ষষ্ঠতম গোল করলেন লোপেজ।

পিছিয়ে পড়ে খানিকটা ছন্নছাড়া হয়ে যায় ফরাসিরা। ২৮ মিনিটে ফ্রিকিক থেকে চোখ ধাঁধানো গোল করেন বায়েনা। তাঁর বাঁকানো শট ফরাসি কিপারকে অসহায় বানিয়ে জালে জড়ায়। ৪২ মিনিটে রেস্তেস পা বাড়িয়ে মিরান্দার শট ঠেকিয়ে নিশ্চিত পতন রোধ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মাতেতার হেড প্রতিহত করে ফরাসিদের গোল পাওয়া থেকে বঞ্চিত করেন স্পেন কিপার তেনাস। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্প্যানিশরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রান্স কোচ থিয়েরি অঁরি দলে জোড়া বদল করেন। আকলিওচে ও কালিমুয়েন্দোকে মাঠে নামান। আর এই দু’জন মাঠে নামতেই ম্যাচের রং পাল্টে যায়। শেষ ১৫ মিনিটে একের পর এক আক্রমণ শানিয়ে স্প্যানিশদের ল্যাজেগোবরে করে দেয় ফ্রান্স। ৭৩ মিনিটে পেনাল্টি এরিয়া থেকে কোনের শট ডানদিকে ঝাঁপিয়ে রুখে দেন স্পেন স্পেনের গোলরক্ষক তেনাস। ছয় মিনিটে বাদে ওলিসের ফ্রি কিকে বল পেয়ে গোল শোধ দেন আকলিওচে। ইনজুরি টাইমের প্রথম মিনিট পেনাল্টি পায় ফ্রান্স। মিরান্ডার ট্যাকলে ফরাসি ফরোয়ার্ড কালিমুয়েন্দো বক্সের মধ্যে পড়ে যান। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান মাতেতা। পাঁচ মিনিট পর তুরিয়েন্তেসের বাঁ পায়ের শট ক্রসবারে লেগে হতাশ করে স্পেনকে।

নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ম্যাচ আমীমাংসিতভাবে শেষ হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ের ১০ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় হিসাবে নামা সের্গেই  কামেল্লো স্পেনকে এগিয়ে দেন। গোমেজের পাসে বক্সের মধ্যে থেকে গোলকিপারকে পরাস্ত করেন তিনি। ১০৭ মিনিটে গোমেজের ৩০ গজ দূর থেকে নেওয়া শট বাঁদিকে ঝাঁপিয়ে নিশ্চিত পতন রোধ করেন ফরাসি গোলরক্ষক রেস্তেস। শেষ অর্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে কিপার তেনাস বল থ্রো করেন। কামেল্লো তার মার্কারকে ছাপিয়ে গোলকিপারকে পরাস্ত করে দলকে ৫০-৩ গোলে এগিয়ে দেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্যান্সারের কাছে হার মানলেন ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, ৫৯ বছরে থামল জীবন

বিশ্বকাপ জয় থেকে আইপিএলে ঝগড়া , মুখোমুখি  বিরাট- গম্ভীর

সতীর্থদের হাতে ‘আদরের’ চড়-থাপ্পড় খেলেন রুডিগার

ম্যানচেস্টারের ‘সেভেন আপের’ রাতে ৭–০ গোলে জয় ইউনাইটেডের

চিনকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার সেরা হরমনপ্রীত সিংহরা

ঘুচল বৈষম্য, পুরুষ ও মহিলা বিশ্বকাপে সম পরিমাণ পুরস্কারের ঘোষণা আইসিসি’র

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর