এই মুহূর্তে




মেজাজ হারিয়ে লাল কার্ড দেখলেন রোনাল্ডো, আয়ারল্যান্ডের কাছে হার পর্তুগালের

নিজস্ব প্রতিনিধি: গুডবয় হয়ে থাকার প্রতিশ্রুতি দিলেও তা রাখতে পারলেন না তারকা ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মেজাজ হারিয়ে রীতিমতো লাল কার্ড দেখলেন। তার বহিষ্কারের আগে দুই গোল হজম করা পর্তুগাল আর ঘুরে দাঁড়াতে পারেনি। বৃহস্পতিবার ১৩ই নভেম্বর রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আভিভা স্টেডিয়ামে রিপাবলিক অফ আয়ারল্যান্ড এর কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল পর্তুগাল। স্মরণীয় এই জয়ে ট্রই প্যারোটের জোড়া গোলে আয়ারল্যান্ড শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখল নিজেদের বিশ্বকাপ খেলার আশা।

বাছাই পর্বে প্রথম তিন ম্যাচে জয়ের পর গত রাউন্ডে হাঙ্গেরির বিরুদ্ধে ঘরের মাঠে ড্র করেছিল পর্তুগাল। এই ম্যাচে তারা পরাজিত, ফলে বিশ্বকাপের ভাগ্য কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল বই কি। এই হারের পরও অবশ্য পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষেই রয়েছে পর্তুগাল।  ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হাঙ্গেরি। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড। এই তিন দলেরই সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার জন্য টিকিট পাওয়ার সুযোগ রয়েছে। খেলায় পজিশন এবং আক্রমণে প্রথম দিক থেকে ছিল পর্তুগাল। কিন্তু গোলরক্ষকের সামান্য ভুলে ১৬ মিনিটের মাথায় গোল খেতে বসেছিল তারা।

গোলরক্ষক দিয়েগো কস্তা শট নিতে দেরি করায় প্রতিপক্ষের ট্রয় প্যারোট তার পায়ের শট মেরে বসেন। ফলে এগিয়ে যায় আইরিশরা। কর্নার থেকে উড়ে আসা বল হেড করে গোলমুখে পাঠান লিয়াম। আর হেডেই বাকি কাজ ছাড়েন ফরওয়ার্ড প্যারোট। প্রথমার্ধের শেষ দিকে ৪৬ তম মিনিটে সতীর্থর থ্রু বলে ডি বক্সে একজনকে কাটিয়ে নিখুঁত শটে পোস্ট ঘেঁষে দ্বিতীয় গোলটি করে ফেলেন তিনি।

দ্বিতীয়ার্ধে আয়ারল্যান্ডের রক্ষণ আরও বেশি শক্ত হয়। একের পর এক আক্রমণ বিফলে যাচ্ছিল পর্তুগালের। ফলে একসময় কার্যত মেজাজ হারিয়ে ফেলেন রোনাল্ডো। একটি ফ্রি কিকের সময় প্রতিপক্ষের ডিফেন্ডার ওশেয়াকে কনুই দিয়ে রীতিমতো মারেন তিনি। রেফারি এই নিয়ে প্রথমে হলুদ কার্ড দেন। পরে ভিএআর মনিটরে দেখে সরাসরি লাল কার্ড দেখান। নিজের মাঠ ছাড়াও যে ভালভাবে মেনে নিয়েছিলেন সিআর সেভেন তা নয়।মাঠ থেকে বেরোতে গিয়েও কিছু আপত্তিকর আচরণ করেন তিনি যা আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতার জন্য একেবারেই শোভন নয়। জাতীয় দলের হয়ে ২২৬ ম্যাচের ক্যারিয়ারে এই প্রথম লাল কার্ড দেখলেন রোনাল্ডো। পুরো ম্যাচে গোল করার জন্য ২৭ টি শর্ট নিয়েছিল করতে পর্তুগাল। কিন্তু সবই ব্যর্থ হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪২ বলে ১৪৪ রান, ১৫ ছক্কা হাঁকিয়ে এশিয়া কাপে শোরগোল ফেলে দিলেন বৈভব সূর্যবংশী

IPL নিলামের আগেই ১০ কোটি টাকায় দলবদল শামির, কে কিনল তারকা পেসারকে?

৫ উইকেট বুমরার, ইডেন টেস্টে ১৫৯ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট ভারতের

‘বিয়েটা এবার করতেই হবে’, ইডেনে টেস্টের মাঝেই কোচের কাছে ছুটির আবদার কুলদীপের

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ স্পিনার ভারতের, ১১ জনের দলে কারা, জানালেন গিল

ইডেনে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ