-273ºc,
Saturday, 3rd June, 2023 3:52 am
আন্তর্জাতিক ডেস্ক: রজার ফেডেরার নেই। করোনা বিতর্কের জেরে জোকোভিচও অংশ নিতে পারেননি। ফলে তিনি যে দাপট দেখাবেন, তা নিয়ে টেনিস বিশেষজ্ঞদের কোনও সংশয় ছিল না। হলোও তাই। অস্ট্রেলিয়ান ওপেনে রাফায়েল নাদাল ঝড় অব্যাহত। সেমিফাইনালে ইতালিয়ান টেনিস তারকা বেরিত্তিনিকে হেলায় উড়িয়ে ফাইনালে পৌছে গেলেন স্প্যানিশ তারকা। খেলার ফলাফল ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩। কেরিয়ারের ২১তম গ্রান্ডস্ল্যাম জিততে আর মাত্র এক ধাপ বাকি।
ইচ্ছাশক্তির কাছে বয়স যে কোনও বাধা নয়, শুক্রবার সেমিফাইনালে তা ফের একবার বুঝিয়ে দিলেন বছর পঁয়ত্রিশের টেনিস তারকা। প্রতিপক্ষ দশ বছরের ছোট বেরিত্তিনিকে দাঁড়াতেই দিলেন না রাফা। ম্যাচ জিততে সময় নিয়েছেন মাত্র ৪৩ মিনিট। দ্বিতীয় সেট জিততে সব থেকে কম সময় লেগেছে বিশ্বের ছয় নম্বর টেনিস তারকার। ফাইনালে রাফার প্রতিপক্ষ কে হবেন, তা এখনও ঠিক হয়নি। অন্য সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন সিসিপাস এবং দানিল। তাঁদের মধ্যে যিনি জিতবেন তাঁর বিরুদ্ধে আগামী ৩০ জানুয়ারি ফাইনাল ম্যাচে মাঠে নামবেন রাফায়েল।