এই মুহূর্তে




ভিয়ারিয়ালকে হারিয়ে ৩-১ গোলে জিতে শীর্ষে রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিনিধি : লা লিগা ম্যাচে যে ভুল করেছিল, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে জয় ছিনিয়ে নিয়েছে রিয়েল মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছিল তাঁরা। কিন্তু ভিয়ারিয়ালের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে রিয়েল মাদ্রিদ। এরপরেই ফের শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোস। শনিবারের এই জয়ের পিছনে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের গোলের ওপরেই ভর করে  জয় পায় রিয়াল। ভিনিসিউস জুনিয়রের কাছে থেকে আসে জোড়া গোল। একটি গোল করেন এমবাপ্পে।

আতলেতিকোর কাছে ৫-২ গোলের হার রিয়ালের জয়ের পথকে বাধা দিয়েছিল। এবার চ্যাম্পিয়ন্স লিগে কাইরাতকে ৫-০ গোলে বিধ্বস্ত করে আত্মবিশ্বাস ফিরে পায় তারা। তার ধারাবাহিকতায় ভিয়ারিয়ালকেও হারাল সহজেই। পুরো ম্যাচেই আধিপত্য ছিল রিয়ালের হাতেই। নিজেদেরল দখলে বল রেখে ২৬টি শট নিয়েছে তাঁরা। খেলার ২২ মিনিটে এমবাপ্পের পাস থেকে মাস্তানতুয়োনোর শট ঠেকিয়ে দেন রেনাতো ভেইগা। ৪১ মিনিটে ভিয়ারিয়ালও গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু থিবো কোর্তোয়ার দারুণ সেভে বেঁচে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে এগিয়ে যায় রিয়াল। এমবাপ্পের ফ্লিক থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে গোল করেন ভিনিসিউস। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

অন্যদিকে, খেলার ৭৩ মিনিটের মাথায় ভিয়ারিয়ালের মিকাউতাদজের শটে ব্যবধান কমে আসে। জানা যায়, মাঠে সান্তিয়াগো মরেনো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে। ১০ জনে নামে ভিয়ারিয়াল। ৮১ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে ম্যাচের তৃতীয় গোল করেন এমবাপ্পে। এটি লিগে তার নবম গোল। এরপরেই চোট পান এমবাপ্পে। কিন্তু রিয়াল ততক্ষণে নিজের জায়গায় পৌঁছে গিয়েছে। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা এখন লা লিগা টেবিলের শীর্ষে। বার্সেলোনা ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ