এই মুহূর্তে




জুভেন্তাসকে হারিয়ে শেষ আটে রিয়াল মাদ্রিদ




আন্তর্জাতিক ডেস্ক: চলছে ক্লাব বিশ্বকাপ। সারা বিশ্বের বহু প্রঠম সারির ক্লাব এতে অংশ নিয়েছে।  রয়েছে রিয়্যাল মাদ্রিদ ক্লাবও।  এই বিশ্ব বন্দিত ক্লাবটি গ্রুপ পর্বে এমবাপ্পেকে ছাড়াই নকআউট পর্ব নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ বেলায় এসে অবশেষে মাঠে নামলেন এমবাপ্পে। জুভন্তাসের বিপক্ষে বহু প্রতীক্ষিত অভিষেক হল তাঁর। তবে মাঠে নামলেও গোল হয়নি। তবে তাঁর দল ১-০ গোলে জিতে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। এমবাপ্পে গোল না করলেও একমাত্র গোলটি করেন গনসালো গার্সিয়া।

এদিনের খেলা ছিল মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিল জুভেন্তাস। ম্যাচের সাত মিনিটের মাথায় রিয়ালের ডিফেন্স ভেদ করে জুভেন্তাসের কেনান ইলদিজের পাস ধরে স্ট্রাইকার র‍্যান্ডাল কোলো মুয়ানির চিপ অল্পের জন্য থিবো কোর্তোয়ার ক্রসবারের উপর দিয়ে যায়। স্বপ্নভঙ্গের সেই সূচনা। এরপর ইদলিজের দূরপাল্লার শটও গোলবারের পাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধে রিয়াল বেশ চাপে ছিল। স্বভাবতই আশা দেখা যাচ্ছিল না। কিন্তু গোলরক্ষক মিচেল ডি গ্রেগরিও ছিলেন অসাধারণ। তিনি জুভেন্তাসের করা একের পর এক ঠেকান। ফলে বহু চেষ্টা করেও নিজেদের সেরাটা দিতে পারেননি জুড বেলিংহাম ও ফেদেরিকো ভালভের্দে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে।

দ্বিতীয়ার্ধও জুভেন্তাস চেষ্টা দিয়েই শুরু করেছিল। কিন্তু ৫৪ মিনিটে ভাঙন ধরান ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। তার নিখুঁত ক্রসে হেড করে গার্সিয়া করেন ম্যাচের একমাত্র গোল। এটি এই টুর্নামেন্টে  গার্সিয়ার তৃতীয় গোল। এরপরও ভালভের্দের বাইসাইকেল কিকসহ বেশ কয়েকটি প্রচেষ্টা রুখলেও ম্যাচে ফেরা সম্ভব হয়নি জুভেন্তাসের।

ফলে সহজেই জয় এসেছে রিয়েল মাদ্রিদের ঝুলিতে। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে তারা। এবার তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা  বরুসিয়া ডর্টমুন্ড অথবা মেক্সিকোর ক্লাব মন্টেরির বিপক্ষে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফরাসি কিংবদন্তি প্লাতিনির বাড়িতে চুরি, একাধিক পুরস্কার নিয়ে চম্পট দিল চোর

বাইশ গজ কাঁপাতে এবার আসছেন বিরাট কোহলির ভাইপো, আগেভাগেই সতর্ক করলেন কোচ

হাতের আঙুলের হাড় ভাঙায় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নাইটের তরুণ ব্যাটার

একসঙ্গে ৩ বিদেশিকে সই করাল ইস্টবেঙ্গল, তালিকায় মেসির দেশের ফুটবলারও

২০২৬ বিশ্বকাপ থেকে পেনাল্টির নিয়ম বদলের সম্ভাবনা

২৩ জুলাই যুবভারতীতে ডুরান্ড কাপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ