এই মুহূর্তে




‘সিডনিকে শেষ বিদায়…’, তবে কী অবসর নিচ্ছেন? জল্পনা বাড়াচ্ছে রোহিতের ‘এক্স’ পোস্ট

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। শেষ ম্যাচে ব্যাট হাতে সবকিছু তোড়ফোড় করে দিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। দীর্ঘদিন পরে সেঞ্চুরি করে অপরাজিত থেকেছেন রোহিত শর্মা এবং ৭৪ রান করে অপরাজিত থেকেছেন বিরাট কোহলি। চ্যাম্পিয়নস ট্রফির পরেই আন্তর্জাতিক টেস্ট এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই। তবে ওয়ানডে সিরিজে সক্রিয় থাকবেন তাঁরা, সেটাও জানিয়েছিলেন। সেইমতো অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন বিরাট-রোহিত।

তবে প্রথম দুটি ম্যাচে দাপট দেখাতে না পারলে শেষে অজিদের মুখে একেবারে চুনকালি লেপে দিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু দিন যত এগোচ্ছে বিরাট-রোহিতের ক্রিকেট থেকে অবসরের জল্পনা ততই গাঢ় হচ্ছে। ২০২৭ সালের বিশ্বকাপে আদৌ তাদের দেখা যাবে কিনা, জানা নেই। এমন পরিস্থিতি তে নিজেদের কথার যাদুতে অবসরের একের পর এক ইঙ্গিত দিয়ে যাচ্ছেন বিরাট-কোহলি। গতকালই ওয়ানডে সিরিজের শেষে রবি শাস্ত্রীর সঙ্গে কথোপকথনে রোহিত জানিয়েছিলেন, এটাই সিডনিতে শেষ ম্যাচ তাঁর। আদৌ আর সিডনিতে খেলার জন্যে তিনি আসবেন কিনা জানা নেই। এরপরেই গুঞ্জন তবে কী দেশে ফিরেই অবসরের ঘোষণা দেবেন রোহিত শর্মা? এমন গুঞ্জন আবহে ভাইরাল হল রোহিত শর্মার আজকের পোস্ট। যাতে তিনি গুঞ্জনকে আরও উস্কে দিলেন।

 

ওয়ানডে সিরিজ শেষে সিডনি থেকে দেশে ফিরছেন ভারতের প্রাক্তন অধিনায়ক, কিংবদন্তি রোহিত শর্মা-সহ ভারতীয় দল।গতকাল রোহিত এবং বিরাট যেভাবে খেলেছে তা ২০২৭ বিশ্বকাপের জন্য ভক্তদের আশা বাঁচিয়ে রেখেছে। ইতিমধ্যেই রোহিত শর্মা দেশে ফিরেছেন। আর দেশে ফেরার আগে, তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, “শেষবারের মতো সিডনিকে বিদায়।” উল্লেখ্য, ভারত এবং অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে সিডনিতে খেলা হয়েছিল, যেখানে রোহিত অপরাজিত সেঞ্চুরি করেছিলেন এবং ভারতকে ৯ উইকেটের জয় এনে দিয়েছিলেন। এই সিরিজে, রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি সেঞ্চুরি পূর্ণ করেছেন। তিনি টেস্টে ১২টি, ওয়ানডেতে ৩৩টি এবং টি-টোয়েন্টিতে পাঁচটি সেঞ্চুরি করেছেন। এর অর্থ হল তিনি মোট ৫০টি সেঞ্চুরি করেছেন। কিন্তু রোহিতের এই পোস্ট তার অবসরের গুঞ্জন আরও দৃঢ় করে দিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি

মাটিতে বসেই দর্শন, তারকাসুলক অহংকে দূরে রেখে বিশ্বনাথ মন্দিরে অঞ্জলী ও সারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ