এই মুহূর্তে




চোখ দেখিয়ে এসে ফের মাঠে সাকিব




নিজস্ব প্রতিনিধি : আজ শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে সাকিব আল হাসান। আজ রংপুরের হয়ে মাঠে নামছে সাকিব। লন্ডন থেকে চোখ দেখিয়ে দেশে ফিরে এবার ফের মাঠে নামছে বাংলাদেশের স্পিনার। সাকিবের বিপক্ষে মাঠে নামছে তামিম ইকবাল। তামিম খেলছে বরিশালের হয়ে।

সাকিব আল হাসানের সঙ্গে তামিমের সম্পর্ক যে ভালো নয়, তা সকলেরই জানা। গত বিশ্বকাপের আসরের আগে সাকিব আল হাসানের নেতৃত্বে গড়া দলে জায়গা হয়নি তামিমের। জানা গিয়েছে, সাকিবের সঙ্গে তামিমের সঙ্গে সম্পর্ক এখনও পর্যন্ত ভালো হয়নি। একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তামিমকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাকিব। এদিন ফের সাকিব ও তামিমকে মুখোমুখি মাঠে নামতে দেখা যাবে। এখন দেখার, সাকিব ও তামিমের মধ্যে লড়াইতে কে জেতেন।

এদিকে সাকিব অবশ্য নিজের চাপ কমাতে রংপুরের অধিনায়কত্বের দায়িত্বে নেই। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসানকে। এদিকে বিশ্বকাপের মধ্যে আঙুলে চির ধরায় ছিটকে গিয়েছিলেন সাকিব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচও খেলতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলতে পারেননি এই স্পিনার। এরইমধ্যে চোখের সমস্যা দেখা দেওয়ায় লন্ডনে গিয়েছিলেন তিনি। এবার ফের মাঠে নামতে দেখা যাবে বাংলাদেশের এই প্রাক্তন অধিনায়ককে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২০৭ রানে শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস, টেস্ট বিশ্বকাপ জিততে দক্ষিণ আফ্রিকার চাই ২৮২

মা হৃদরোগে আক্রান্ত, ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই তড়িঘড়ি দেশে ফিরতে হচ্ছে গম্ভীরকে

৪৯ বলে ১৯ ছক্কা! টি-২০ ক্রিকেটে গেইলের রেকর্ড ভাঙলেন কিউয়ি ব্যাটার

ঋষভ পন্থের বিশাল ছক্কায় অতিষ্ঠ কেন্ট গ্রাউন্ডের প্রতিবেশীরা

বিধ্বংসী প্যাট কামিন্স, ১৩৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

রবার্ট লেয়নডস্কির সঙ্গে বিরোধের জেরে ইস্তফা দিলেন পোল্যান্ড কোচ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ