আন্তর্জাতিক ডেস্ক: সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়েন। ভারতকে খোঁচা দেওয়াটা যেন একটা বদ অভ্যাসে পরিনত করে ফেলেছেন শাহিদ আফ্রিদি। কিউয়িদের নিরাপত্তা জনিত কারণে সিরিজ বাতিল করার পিছনে ভারতেরই হাত দেখছেন প্রাক্তন এই পাক অধিনায়ক। তাঁর মতে, এর পিছনে রয়েছে গভীর চক্রান্ত।
একটি সাক্ষাতকারে আফ্রিদি বলেন, ‘গোটা বিশ্বকে আমাদের এটা বোঝাতে হবে যে, আমরাও একটা দেশ এবং নিজেদের দেশকে নিয়ে আমরা খুবই গর্বিত। একটা দেশ সামনে থেকে আমাদের সর্বদা ক্ষতি করার চেষ্টা করছে। তবে বাকিরাও যেন একই ভুল না করে, কারণ এটা কাম্য নয়। সকলেই তো শিক্ষিত, তাহলে কেন ভারতকে অনুসরণ করবে।’
সেই সঙ্গে তিনি আরও জানান যে, ‘ক্রিকেটের মাধ্যমে অনেক সম্পর্কই ঠিক হয়ে যেতে পারে। একটা সময় ভারতের তরফ থেকে আমাদের কাছে হুমকি আসত। কিন্তু আমরা সেগুলিকে কর্ণপাত করিনি। পাকিস্তান সরকার তারপরও আমাদের ভারতে যেতে বলেছিল। তারপর আমরা গিয়ে খেলেও এসেছিলাম।’