এই মুহূর্তে




লন্ডনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন সৌরভ-কন্যা

নিজস্ব প্রতিনিধি: সপরিবারে ইংল্যান্ডে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্ত্রী এবং কন্যাকে নিয়ে ‘সাহেবদের দেশে’ ছুটি কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। তাঁর কন্যা সানা লন্ডনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। জানা গিয়েছে, সেখানে অর্থনীতি নিয়ে পড়াশুনা করবেন সৌরভ-কন্যা। আর মেয়ে সানাকে লন্ডনের ইউনিভার্সিটিতে ভর্তি করতে পেরে বেশ উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

আর সোশ্যাল মিডিয়াতে এই অভিজ্ঞতার কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন সৌরভ। ইনস্টাগ্রামে বিসিসিআই সভাপতি লেখেন, ‘দারুণ অভিজ্ঞতা।’

টেমস নদীর পার্শ্ববর্তী এলাকায় একটি ফ্ল্যাট কিনেছেন ‘বাংলার মহারাজ’। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সেখানেই থাকবেন সানা। সৌরভ-কন্যার বহুদিন ধরেই ইচ্ছে ছিল লন্ডনের ইউনিভার্সিটিতে অর্থনীতি পড়শুনা করার। কিন্তু করোনার কারণে সেটা বহুদিন ধরে স্থগিত ছিল। তবে এবার সানার সেই বহুদিনের এবার ইচ্ছেপূরণ হয়েছে। তাই তাঁর বাবা-মা-সহ গোটা পরিবারই ভীষণ খুশি।

আগামী সোমবার কলকাতায় ফিরবেন সৌরভ। তবে পুজোতে শহরে থাকা হবে না তাঁর। আইপিএলের প্লে-অফ এবং ফাইনালের জন্য পুজোর আগেই আমিরশাহির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।      

  

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি’, হেরে গিয়ে আক্ষেপ পন্থের

‘ইডেনের পিচ খারাপ ছিল না, আমরা পারিনি’, পরাজয়ের দায়ভার দলের কাঁধেই চাপালেন কোচ গম্ভীর

অত্যন্ত খারাপ পিচ, ১২৪ তুলতেই ছুটল ভারতের কালঘাম, ইডেনে জয়ীর মুকুট প্রোটিয়াদের মাথায়

শুরুতেই প্যাভিলিয়নে যশস্বী ও রাহুল, চাপের মুখে ভারত, প্রায় জয়ের চৌকাঠে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা

খেলতে পারবেন না শুভমন, জানিয়ে দিল বিসিসিআই

উডল্যান্ডসে ভর্তি শুভমন গিল, ইডেন টেস্টে খেলার সম্ভাবনা নেই টিম ইন্ডিয়ার অধিনায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ