33ºc, Clear
Saturday, 21st May, 2022 9:26 am
নিজস্ব প্রতিনিধি: হাতে দু’সপ্তাহেরও কম সময়। তারপরই কলকাতার ইডেন গার্ডেন্সে বসবে প্লে-অফের আসর। আগামী ২৪ মে প্রথম কোয়ালিফায়ার এবং ২৫ মে এলিমেনেটর ম্যাচ খেলা হবে ক্রিকেটের নন্দন কাননে। আর বৃহস্পতিবার বিকেলে তারই প্রস্তুতি দেখতে ইডেনে উপস্থিত হন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখতেই এসেছিলেন তিনি।
এদিন সৌরভের সঙ্গে ইডেন পরিদর্শনে ছিলেন সিএবি-র সভাপতি অভিষেক ডালমিয়া এবং অন্যান্যরা। আইপিএলের প্লে-অফ রাউন্ডে পুরোপুরি ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে টিকিটের দাম কতটা হবে সেটা খানিকটা ভাবাচ্ছে দর্শকদের।
চলতি আইপিএলের দু’টি প্লে-অফ পেয়েছে ইডেন গার্ডেন্স। চেন্নাই, বেঙ্গালুরুর সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে কোয়ালিফায়ার-১ এবং এলিমেনেটর ম্যাচ পেয়েছে কলকাতা। কোয়ালিফায়ার-২ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আমেদাবাদে।