এই মুহূর্তে




ইডেনে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

নিজস্ব প্রতিনিধি: ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত। শুক্রবার খেলা শুরুর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে তাঁরা ব্যাটিং করছে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংস শুরু করেছেন এইডেন মার্করাম এবং রায়ান রিকেলটন। বল হাতে রয়েছেন জসপ্রীত বুমরাহ। শুক্রাবার সকালে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরেুদ্ধে খেলতে নেমেছে ভারত। ভারতীয় অধিনায়ক শুভমান গিলের বিরুদ্ধে টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম টেস্টের প্রথম ওভারে জসপ্রীত বুমরাহ সুইং ও বাউন্স দিয়ে আটকে রেখেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটরদের। প্রথম কয়েক ওভারে তেমন রানই করতে পারছেন না তাঁরা। প্রথম ওভারে ৪ রান দিয়েছে বুমরাহ। দ্বিতীয় ওভারে বল করেতে এসে মাত্র ১ রান দিয়েছেন মহাম্মদ সিরাজ। ২ ওভার শেষে এইডেন মার্করাম তাঁর খাতা খুলতে পারেননি। অন্যদিকে রায়ান রিকেলটন ওভারের প্রথম বলেই সিঙ্গেল পেয়েছিলেন। চতুর্থ ওভারে ২টি বাউন্ডারি মেরে রান কিছুটা বাড়িয়েছেন রায়ান রিকেলটন।

জানা গিয়েছে, সিরিজ শুরুর পর ভারত সাতটি টেস্ট খেলে ৫২ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ২০১৫ সাল থেকে ভারতে এসে ৮টি টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা। এই প্রথমবার ভারতের মাটিতে প্রথমবার টসে জয় পেয়েছে তাঁরা। এবারের বদল হয়েছে ভারতের ১৫ জনের দলে। নীতীশ কুমার রেড্ডিকে ছেড়ে দিয়েছে ভারতীয় দল। বদলে কোনও ক্রিকেটার নেওয়া হয়নি। বলে জানা যাচ্ছে। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একাদশে স্থান পেয়েছেন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪২ বলে ১৪৪ রান, ১৫ ছক্কা হাঁকিয়ে এশিয়া কাপে শোরগোল ফেলে দিলেন বৈভব সূর্যবংশী

IPL নিলামের আগেই ১০ কোটি টাকায় দলবদল শামির, কে কিনল তারকা পেসারকে?

৫ উইকেট বুমরার, ইডেন টেস্টে ১৫৯ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট ভারতের

‘বিয়েটা এবার করতেই হবে’, ইডেনে টেস্টের মাঝেই কোচের কাছে ছুটির আবদার কুলদীপের

মেজাজ হারিয়ে লাল কার্ড দেখলেন রোনাল্ডো, আয়ারল্যান্ডের কাছে হার পর্তুগালের

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ স্পিনার ভারতের, ১১ জনের দলে কারা, জানালেন গিল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ