এই মুহূর্তে




দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হারল বাংলাদেশ




নিজস্ব প্রতিনিধি: অঘটন ঘটতে ঘটতেও ঘটল না। প্রোটিয়াদের হারিয়ে অঘটন ঘটানোর স্বপ্ন অধরাই থেকে গেল টাইগারদের কাছে। অল্প রানে আইডেন মার্করামদের বেঁধে রেখেও ব্যাটারদের ব্যর্থতায় জয় থেকে পাঁচ রান দূরেই থামতে হল বাংলাদেশকে। সোমবার প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১১৩ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে সাত উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছে টাইগাররা।

নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। তানজিম হাসান সাকিব ও তাসকিন আমেদ শুরু থেকেই বল হাতে আগুন ঝরান। দুইজনের বোলিং তোপ সামলাতে হিমশিম খেয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম সারির ব্যাটাররা। ২৩ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে প্রোটিয়া শিবির। রেজা হেন্ড্রিস্ক (০), মার্করাম (৪), ত্রিস্তান স্টাবস (০) কুইন্টন ডি’কক (১৮) দ্রুত ফিরে যান। পঞ্চম উইকেটে জুটি বেঁধে সেই বিপর্যয় সামাল দেন হাইনরিখ ক্লাসেন ও ড:এভিড মিলার। দুজনে ঠাণ্ডা মাথায খেলে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। ১৮ তম ওভারে ক্লাসেনকে (৪৬) ফেরান তাসকিন আমেদ। পরের ওভারে ফেরেন মিলারও (২০)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১১৩ রান তুলতে সক্ষম হয় প্রোটিয়ারা। বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব ১৮ রানে তিনটি এবং তাসকিন ১৯ রানে দুটি উইকেট নিয়েছেন।

১১৩ রানে বেঁধে রাখায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জেতার স্বপ্ন দেখেছিলেন টাইগাররা। কিন্তু ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই তানজিদ হাসানের (৯) উইকেট খোয়ায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে নাজমুল হাসান শান্ত ও লিটন দাস সতর্ক হয়ে খেলতে থাকেন। আচমকা কেশব মহারাজের বলে অকারণে বড় শট খেলতে গিয়ে ফিরে যান লিটন (৯)। সাকিব আল হাসান ফেরেন মাত্র তিন রান করে। স্কোর বোর্ডে ৫০ রান যোগ হতে না হতে পেরেন শান্ত (১৪)। এর পরে তাওহিদ হৃদয় (৩৭) ও মাহমুদুল্লাহ রিয়াদ (২০) জয় এনে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সফল হননি। কেশব মহারাজ ২৭ রানে তিন উইকেট নিয়েছেন।  




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২০৭ রানে শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস, টেস্ট বিশ্বকাপ জিততে দক্ষিণ আফ্রিকার চাই ২৮২

মা হৃদরোগে আক্রান্ত, ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই তড়িঘড়ি দেশে ফিরতে হচ্ছে গম্ভীরকে

৪৯ বলে ১৯ ছক্কা! টি-২০ ক্রিকেটে গেইলের রেকর্ড ভাঙলেন কিউয়ি ব্যাটার

ঋষভ পন্থের বিশাল ছক্কায় অতিষ্ঠ কেন্ট গ্রাউন্ডের প্রতিবেশীরা

বিধ্বংসী প্যাট কামিন্স, ১৩৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

রবার্ট লেয়নডস্কির সঙ্গে বিরোধের জেরে ইস্তফা দিলেন পোল্যান্ড কোচ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ