এই মুহূর্তে




বড় সড় জরিমানার মুখে পড়ল রোহিত বাহিনী, কিন্তু কেন?

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতেও বড় সড় অস্বস্তিতে পড়তে হল টিম ইন্ডিয়াকে। হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ধীরে বল করার অভিযোগে (স্লো ওভার রেট) রোহিত বাহিনীকে ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানা করলেম ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। ম্যাচ রেফারির ওই সিদ্ধান্ত মেনে নিয়েছেন ভারত অধিনায়ক।

শুক্রবার আইসিসি’র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই দিন মাঠে থাকা আম্পায়ার অনিল চৌধুরী, নীতিন মেনন, থার্ড আম্পায়ার কে এন অনন্তপদ্মনাভন এবং চতুর্থ আম্পায়ার জয়রামন মদনগোপাল জানিয়েছেন, ইচ্ছেকৃতভাবেই দেরিতে বল করেছেন ভারতীয় বোলাররা। নির্ধারিত ওভারে তিন ওভার বল করতে পারেননি। আইসিসির আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, প্রতি ওভার দেরিতে বল করার অপরাধে ২০ শতাংশ করে ম্যাচ ফি কাটা হবে। ওই দিন তিন ওভার দেরিতে বল করার জন্য ম্যাচ ফি’র ৬০ শতাংশ ভারতীয দলকে জরিমানা করা হয়েছে।’

সফরকারী কিউইদের বিরুদ্ধে শনিবার প্রথম একদিনের ম্যাচে তরুণ ব্যাটার শুভমন গিলের দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৯ রান সংগ্রহ করেছিল টিম ইন্ডিয়া। একা গিলই করেছিলেন ১৪৯ বলে ২০৮ রান। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৩৩৬ রান সংগ্রহ করে। ১২ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে রয়েছে রোহিত বাহিনী। কিন্তু জরিমানায় ম্যাচ জেতার আনন্দ অনেকটাই ফিকে হয়েছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফেডারেশনকে খোঁচা, ISL নিয়ে সরব সৌভিক চক্রবর্তী

গোল অ্যাসিস্টে রেকর্ড মেসির, এই প্রথম সেমিফাইনালে মায়ামি

বিশ্বজয়ী রিচাকে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখতে চান মমতা-সৌরভ

ধোনি-কোহলির সঙ্গে একই আসনে সূর্য, কী নজির গড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক?

ব্রিসবেনে নয়া বিশ্বরেকর্ড অভিষেক শর্মার, সিংহাসনচ্যূত করলেন অসি খেলোয়াড়কে

ক্রিকেটের নন্দনকাননে বঙ্গভূষণে সম্মানিত রিচা, তুলে দেওয়া হল সোনার ব্যাট বল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ