এই মুহূর্তে




৪২ বলে ১৪৪ রান, ১৫ ছক্কা হাঁকিয়ে এশিয়া কাপে শোরগোল ফেলে দিলেন বৈভব সূর্যবংশী

নিজস্ব প্রতিনিধি: একদিকে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই সিরিজের ভারতের টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসেই দুর্দান্ত শুরু করেছে ভারত, মাত্র ১৫৯ রানে দক্ষিণ আফ্রিকাকে অল আউট করেছে ভারত। অন্যদিকে দোহাতে চলছে এসিসি পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫। শুক্রবার (১৪ নভেম্বর) ছিল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভারতের প্রথম ম্যাচ। এবং তা অনুষ্ঠিত হচ্ছে দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপ বি-এর এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত-A। আর এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন জিতেশ শর্মা। আজ প্রথমেই ব্যাট করতে নামেন বৈভব সূর্যবংশী।

যিনি এই মূহুর্তে ভারত-এ দলের সবথেকে কনিষ্ঠতম খেলোয়াড়। তবে বয়সে ছোট হলেও তিনি খেলেন এক্কেবারে অভিজ্ঞ খেলোয়াড়ের মতো। আজ তার প্রমাণ পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের দলটিও। কেননা মাঠে নেমেই আগ্রাসী মনোভাব দেখান তিনি। বোলারদের কঠিন সময় দিয়েছেন ওপেনার বৈভব সূর্যবংশী। কেননা তিনি আজকের ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করেছেন। মাত্র ১৪ বছর বয়সী এই ব্যাটসম্যান ৩২ বলে ১০টি চার এবং ৯টি ছক্কা মেরে তাঁর সেঞ্চুরি পূর্ণ করেন। যা কিনা রেকর্ড।তবে সেঞ্চুরি করার পরেও বৈভব আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রেখেছিলেন। আরও ১০ বলে ৫ টি চার এবং ৪ টি ছক্কা হাঁকান। যার ফলে তিনি মোট ৪২ টি বলে ১৪৪ রান করতে সক্ষম হন। যার মধ্যে ছিল ১৫টি ছক্কা এবং ১১টি চার। বৈভব সূর্যবংশী, নমন ধীরের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৬ বলে ১৬৩ রান যোগ করেন। যেখানে নমন ২২ বলে ৩৪ রান করেছিলেন, যার মধ্যে তিনটি চার এবং দুটি ছক্কা ছিল। আর এই এদিন দুর্দান্ত ইনিংসের সময় বৈভব মাত্র ১৭ বলে পঞ্চাশ রান পূর্ণ করেছিলেন। যা কিনা রেকর্ড।

তবে ১৪৪ রানে মোহাম্মদ ফরাজুদ্দিনের বলে আহমেদ তারিকের হাতে ক্যাচ আউট হয়ে যান তিনি। তবে তিনি রেকর্ড গড়েছেন। এবং এখনও পর্যন্ত T20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির ব্যাটারদের তালিকায় নাম লেখান। যেখানে আছেন, উর্বিল প্যাটেল – ২৮ বল, গুজরাট বনাম ত্রিপুরা, ইন্দোর, ২০২৪, অভিষেক শর্মা – ২৮ বল, পঞ্জাব বনাম মেঘালয়, সৌরাষ্ট্র, ২০২৪, ঋষভ পন্থ – ৩২ বল, দিল্লি বনাম হিমাচল প্রদেশ, দিল্লি, ২০১৮, বৈভব সূর্যবংশী – ৩২ বল, ভারত এ বনাম সংযুক্ত আরব আমিরাত, দোহা, ২০২৫। ২০২৫ সালের এসিসি পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টারস-এ, ভারত এ গ্রুপে সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং পাকিস্তান এ-এর সঙ্গে রয়েছে। অন্যদিকে, বি গ্রুপে রয়েছে বাংলাদেশ এ, হংকং, আফগানিস্তান এ এবং শ্রীলঙ্কা এ। এর অর্থ এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

IPL নিলামের আগেই ১০ কোটি টাকায় দলবদল শামির, কে কিনল তারকা পেসারকে?

৫ উইকেট বুমরার, ইডেন টেস্টে ১৫৯ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট ভারতের

‘বিয়েটা এবার করতেই হবে’, ইডেনে টেস্টের মাঝেই কোচের কাছে ছুটির আবদার কুলদীপের

মেজাজ হারিয়ে লাল কার্ড দেখলেন রোনাল্ডো, আয়ারল্যান্ডের কাছে হার পর্তুগালের

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ স্পিনার ভারতের, ১১ জনের দলে কারা, জানালেন গিল

ইডেনে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ