এই মুহূর্তে




বিরাট যুগের অবসান, টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা কোহলির




নিজস্ব প্রতিনিধিঃ জুনে জাতীয় দলের ইংল্যান্ড সফরের আগে, সোমবার টেস্ট অবসর ঘোষণা করলেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি। বহুদিন ধরেই জল্পনা চলছিল যে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন বিরাট কোহলি। এমনকী BCCI এর তরফ থেকে এই সিদ্ধান্ত না নেওয়ার জন্যে বিরাট কে অনুরোধ করা হয়েছিল। কিন্তু শুনলেন না। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েই নিলেন বিরাট কোহলি। রোহিত শর্মার অবসরের পর কোহলিও সোমবার (১২ মে) সমাজমাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন। শেষ হল, ‘বিরাট’ যুগের অবসান। তবে ওয়ানডে ম্যাচ খেলবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি।

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া সফরের সময় ৩৬ বছর বয়সী কোহলিকে বর্ডার-গাওস্কর ট্রফিতে খেলতে দেখা গিয়েছিল। যেখানে ৫ ম্যাচের সিরিজে ভারতকে ১-৩ ব্যবধানে হারতে হয়। যদিও সিরিজের প্রথম ম্যাচে অর্থাৎ পার্থ টেস্টে শতরান করেছিলেন বিরাট কোহলি।কিন্তু এরপর থেকেই তাঁর পারফরম্যান্স খারাপ হতে শুরু করে। আগামী সপ্তাহেই ৫ টেস্ট ম্যাচের সিরিজের জন্যে ইংল্যান্ডে রওনা দেবে টিম ইন্ডিয়া। কয়েক দিনের মধ্যে দলও নির্বাচন হয়ে যেত। তার আগেই জোর ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বুধবার (৮ মে) রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই বিরাট কোহলি টেস্ট অবসরের ঘোষণা দিলেন। এর আগে বিরাট কোহলি T20 সিরিজের অবসর নিয়েছিলেন। এবার টেস্ট ম্যাচেও অবসর নিলেন। এখন তাঁকে শুধুমাত্র ওয়ানডে খেলতে দেখা যাবে। বিরাটের এই ঘোষণা ভারাক্রান্ত করেছে ক্রিকেটপ্রেমীদের। বিরাটের টেস্ট ম্যাচ সিরিজে অভিষেক হয়েছিল ২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর কোহলি ইনিংসে ৪ রান, দ্বিতীয় ইনিংসে ১৫ রান করেন। তাঁর শেষ টেস্ট ম্যাচটি ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে, ২০২৫ সালের জানুয়ারিতে এই খেলা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে কোহলি প্রথম ইনিংসে ১৭ রান এবং দ্বিতীয় ইনিংসে ৬ রান করেছিলেন। মোট ১২৩ টি টেস্ট ম্যাচে ৯,২৩০ রান করেছেন কোহলি। গড় ৪৬.৮। তার মধ্যে শতরান ৩০ টি, অর্ধশতরান ৩১ টি। ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান হলেন কোহলি। তার টেস্ট থেকে তাঁর অবসর নেওয়া, স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে বিশাল ধাক্কা।

 

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

অবসরের ঘোষণা করে কোহলি সমাজমাধ্যমে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথম নীল জার্সির পরার পর ১৪ বছর হয়ে গিয়েছে। সত্যি বলতে, আমি কখনও কল্পনাও করিনি যে, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে, এই ফরম্যাট আমার অনেক পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব। সাদা পোশাকে খেলাটা আমার পক্ষে গর্বের ছিল। এই ফরম্যাট থেকে সরে যাওয়া এতটা সহজ নয়- তবে এটা যেটা ঠিক মনে হচ্ছে করছি। আমি আমার সর্বস্ব দিয়েছি। প্রতিদানে এটি আমাকে আমার প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছে। খেলার প্রতি, মাঠের মানুষদের প্রতি এবং এই যাত্রায় যারা আমাকে সমর্থন করেছেন, তাদের সকলকে কৃতজ্ঞতায় জানিয়ে আমি আমার ১৪ বছরের টেস্ট সফর থেকে বিদায় নিচ্ছি।’ প্রসঙ্গত, টেস্ট ইতিহাসে বিরাট ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। বিরাট ৬৮টি টেস্ট ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন যার মধ্যে দল ৪০টিতে জিতেছিল। কোহলি যখন অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন ভারতীয় দল সপ্তমস্থানে ছিল। কিন্তু নিজের এবং তার সহকর্মী খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের ফলে, কোহলি বিশ্বের এক নম্বর স্থানে পৌঁছে যান।

বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার:

১২৩ টেস্ট, ২১০ ইনিংস, ৯২৩০ রান, গড়ে ৪৬.৮৫, ৩০টি সেঞ্চুরি, ৩১টি হাফ-সেঞ্চুরি

৩০২টি ওয়ানডে, ২৯০টি ইনিংস, ১৪১৮১ রান, ৫৭.৮৮ গড়, ৫১টি সেঞ্চুরি, ৭৪টি হাফ-সেঞ্চুরি, ৫টি

১২৫ টি-টোয়েন্টি, ১১৭ ইনিংস, ৪১৮৮ রান, ৪৮.৬৯ গড়, ১টি সেঞ্চুরি, ৩৮টি হাফ-সেঞ্চুরি, ৪টি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লিডসে শতরান করে ধোনিকে ছাড়িয়ে গেলেন পন্থ, কোন রেকর্ড গড়লেন?

শান্তর সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে বড় টার্গেট, ২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

লিডস টেস্টে চরম ভুল করলেন শুভমন গিল, নেমে আসতে পারে আইসিসির শাস্তির খাঁড়া

ফের গর্বে বুক চওড়া ভারতবাসীর, প্যারিসে সোনা জিতে বদলা নিলেন নীরজ

ব্রিটিশ ফুটবল ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়ের তকমা পেলেন ২২ বছর বয়সী জার্মান ফুটবলার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ