-273ºc,
Friday, 9th June, 2023 2:53 am
নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রথম মহিলা আইপিএলের ফাইনালে পৌঁছনোর জন্য ইউপি ওয়ারিয়র্সকে জয়ের জন্য ১৮৩ রানের টার্গেট দিল মুম্বই ইন্ডিয়ান্স। শুক্রবার এলিমেনেটর ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মূলত নাট স্কিভার ব্রান্টের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছে হরমনপ্রীত কাউররা। ইউপি’র পক্ষে কোনও বোলারই এদিন তেমন দাগ কাটতে পারেননি।
মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইউ পি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হেইলি। ব্যাট করতে নেমেই বড় রান গড়ার লক্ষ্যে চালিয়ে খেলতে থাকেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার ষষ্ঠিকা ভাটিয়া ও হ্যাইলি ম্যাথাউজ। পঞ্চম ওভারে দলের ৩১ রানের মাথায় অঞ্জলি সর্বানীর বলে সাজঘরে ফেরেন ভাটিয়া (১৮ বলে ২১)। এর পরে নাট স্কিভার ব্রান্টের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান ম্যাথাউজ। দশম ওভারের প্রথম বলে ম্যাথাউজকে (২৬ বলে ২৬) ফিরিয়ে জুটি ভাঙেন পার্ষভি চোপড়া। চার নম্বরে ব্যাট করতে আসা মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কাউর অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিঁকতে পারেননি। ১৫ বলে ১৪ রান করে সোফি একলেসস্টোনের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
দলের তিন টপ অর্ডার ব্যাটসম্যান ফিরে যাওয়ার পরে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ব্রান্ট। আমেলিয়া কেরকে সঙ্গী করে রানের মেশিন সচল রাখেন তিনি। ১৫ ওভার শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় ১১৭। একলেসস্টোনের বলকে সীমানার বাইরে পাঠিয়ে ২৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ব্রান্ট। তার পরেই হাত খুলে খেলতে থাকেন। ১৮ ওভারে দেড়শো রানের গণ্ডি পার করে মুম্বই ইন্ডিয়ান্স। ১৯তম ওভারের শেষ বলে মারতে গিয়ে একলেসস্টোনের বলে অঞ্জলি সর্বানীর হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন কের (১৯ বলে ২৯)। শেষ ছয় বলে ঝোড়ো ব্যাটিং করে ব্রান্ট ও পূঝা বস্ত্রকার ১৮ রান তুলে দলকে ১৮২ রানে পৌঁছে দেন। ৩৮ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন ব্রান্ট। ৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন পূজা। ইউপির পক্ষে সোফি একলেসস্টোন ৩৯ রানে দুই উইকেট নিয়েছেন।