কাটমানি নেওয়ার অভিযোগ উঠল আরাবুল পুত্রের বিরুদ্ধে
Share Link:

নিজস্ব প্রতিনিধি: এবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস নেতা হাকিমুল ইসলামের বিরুদ্ধে। হাকিমুল ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলামের ছেলে। বাবার মতোই এলাকায় সমান দাপট হাকিমুলের। তাঁর বিরুদ্ধে কাশিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভগবতী সর্দার। ওই মহিলার অভিযোগ, সরকারি আবাস যোজনার জন্য বরাদ্দ টাকার অংশ জোর করে নেওয়া হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন হাকিমুল ইসলামের অনুগামীরা।
ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েতের উড়িয়াপাড়ার বাসিন্দা ভগবতীর সর্দার। জানান, সরকারি আবাস যোজনার জন্য তাঁর আবেদন গৃহীত হওয়ার পর বাড়ির জন্য অ্যাকাউন্টে সরকারি টাকা আসতে থাকে। তাঁর অভিযোগ, সেই টাকার একটি অংশ চান সরকারি আবাস নির্মাণের সুপারভাইজার শেখ সরাফউদদ্দৌলা।
দু'দিন আগে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার ছেলে মুস্তাক আহমেদের বিরুদ্ধে। রেজ্জাক ও আরাবুল একে অপরের বিরুদ্ধ গোষ্ঠী বলে এলাকায় পরিচিত। এদিকে মুস্তাকের বিরুদ্ধে কাটমানির অভিযোগটি তিন বছর পুরোনো। অভিযোগ, ২০১৬ সালে উত্তর ২৪ পরগণায় হাতিশালা এলাকায় জমি বিবাদ মিটিয়ে দেওয়ার নামে পাঁচ লক্ষ টাকা দাবি করেন তিনি। দাবি মতো টাকা দেওয়া সত্ত্বেও মেটেনি জমি বিবাদ। এরপরেই তৃণমূল নেতার বিরুদ্ধে উঠে আসে কাটমানির অভিযোগ।
ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েতের উড়িয়াপাড়ার বাসিন্দা ভগবতীর সর্দার। জানান, সরকারি আবাস যোজনার জন্য তাঁর আবেদন গৃহীত হওয়ার পর বাড়ির জন্য অ্যাকাউন্টে সরকারি টাকা আসতে থাকে। তাঁর অভিযোগ, সেই টাকার একটি অংশ চান সরকারি আবাস নির্মাণের সুপারভাইজার শেখ সরাফউদদ্দৌলা।
দু'দিন আগে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার ছেলে মুস্তাক আহমেদের বিরুদ্ধে। রেজ্জাক ও আরাবুল একে অপরের বিরুদ্ধ গোষ্ঠী বলে এলাকায় পরিচিত। এদিকে মুস্তাকের বিরুদ্ধে কাটমানির অভিযোগটি তিন বছর পুরোনো। অভিযোগ, ২০১৬ সালে উত্তর ২৪ পরগণায় হাতিশালা এলাকায় জমি বিবাদ মিটিয়ে দেওয়ার নামে পাঁচ লক্ষ টাকা দাবি করেন তিনি। দাবি মতো টাকা দেওয়া সত্ত্বেও মেটেনি জমি বিবাদ। এরপরেই তৃণমূল নেতার বিরুদ্ধে উঠে আসে কাটমানির অভিযোগ।
More News:
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
Leave A Comment