এই মুহূর্তে




‘পয়সা উসুল হলেই মুক্তি’, বিহারের অর্কেস্ট্রা দলের খপ্পরে বাংলার ১০ নাবালিকা

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: উত্তর ভারতে মূলত হিন্দি প্রধান রাজ্যগুলিতে নানান অনুষ্ঠানে রাতের আসর জমাতে সুন্দরী কিশোরী ও যুবতীদের অশ্লীল নাচের ভিডিও(Bold Dance Video) প্রায়শই ছড়িয়ে পড়ত সোশ্যাল মিডিয়ায়। এটাই নাকি ওখানকার রীতি। ইদানিং বাংলার বুকে ধীরে ধীরে প্রবেশ করছে সেই ট্রেন্ড। বাঁকুড়া, মেদিনীপুর কিংবা পুরুলিয়ার অনুষ্ঠানে ওই নতর্কীদের দিয়ে নাচ করাচ্ছে উত্তরপ্রদেশ ও বিহারের কিছু অর্কেস্ট্রা দল। তবে ভেবে দেখেছেন কি, মঞ্চ কাঁপানো ওই নৃত্যরতা তরুণী বা যুবতীদের আসল ঠিকানা কোথায়! কি বা তাঁদের পরিচয়! কেন এই অশ্লীল পেশা বেছে নিচ্ছে তাঁরা? স্বেচ্ছায় এসেছে নাকি জোর করে আনা হয়েছে? এই সকল প্রশ্নের উত্তর ভাবার সময় এসেছে। কারণ সম্প্রতি এক বিহারি অর্কেস্ট্রা(Bihari Orchestra) দলের খপ্পর থেকে উদ্ধার করা হয়েছে বাংলার বিভিন্ন জেলার ১০ নাবালিকাকে।

আরও পড়ুনঃ শিশু দিবসেই প্রকাশ্যে এল শিশু নির্যাতনের ঘটনা, নেপথ্যে ৩ স্কুলকর্মী

ওই অর্কেস্ট্রা দলের উদ্দেশ্য ছিল এই নাবালিকাদের শিখিয়ে পড়িয়ে গায়িকা কিংবা নর্তকী বানিয়ে তোলা। তারপর তাঁদের মঞ্চে তুলে দিয়ে দু-হাত ভরে টাকা উপার্জন করা। কিন্তু ওই বিহারি অর্কেস্ট্রা দলের এহেন কুরুচিকর উদ্দেশ্য সফল হয়নি। বিহার পুলিশের সঙ্গে দু’টি এনজিও ‘মিশন মুক্তি ফাউন্ডেশন’ ও ‘রিলিফ অ্যান্ড রেসকিউ ফাউন্ডেশন’-এর সদস্যরা যোগ দেয় ওই নাবালিকাদের উদ্ধার করার মিশনে। মূলত এই এনজিওগুলির কাছেই সূত্র মারফৎ খবর এসেছিল, বিহারের গোপালগঞ্জ জেলার মহম্মদপুর থানা অঞ্চলে কোনও এক অর্কেস্ট্রা ব্যান্ডে আটকে রাখা হয়েছে তিনটি মেয়েকে। খবর পাওয়া মাত্রই তাঁরা অভিযান শুরু করেন।

নির্দিষ্ট লক্ষ্যে অতর্কিতে হানা দেওয়ার পর উদ্ধার করা হয় ডান্সারদের। সেখানে এক জনের বয়স ২২ বছর, বাকি দু’জনের বয়স ১৫। তাঁরা যে কোনওদিন মুক্তি পাবেন তা ভাবতেই পারেননি। বছর ২২-এর ওই তরুণী জানান, তাঁর দুই সন্তান রয়েছে। অর্থের অভাবে তাঁর স্বামী তাঁকে এখানে বিক্রি করে দিয়ে চলে যায়। তিনি যতবারই বাড়ি ফিরতে চেয়েছেন ততবারই অর্কেস্ট্রার মালিক বলেছে, ‘পয়সা উসুল হলেই মুক্তি।’ এছাড়া বছর ১৫-এর ওই দুই কিশোরী জানায়, ওদের বয়সী আরও অনেক মেয়েকে একাধিক অর্কেস্ট্রা ব্যান্ড আটকে রেখে দিয়েছে।

আরও পড়ুনঃ মূল্যবৃদ্ধির জেরে চরম বিপাকে মধ্যবিত্তরা, দেশের অর্থনৈতিক সমীক্ষায় চাঞ্চল্যকর রিপোর্ট

খবর পাওয়া মাত্রই দেরি করেনি পুলিশ। ডিএসপি–র নেতৃত্বে সেই অভিযানে বেরনো টিম অন্য দু’টি ডেরা থেকে আরও আট জন কিশোরীকে উদ্ধার করেছে যাদের নিবাস বাংলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজন বাদে বাকি সকলেরই বাড়ি পশ্চিমবঙ্গ। কলকাতা, হাওড়া, বিধাননগর, শিয়ালদহ ও মুর্শিদাবাদে এই মেয়েদের বাড়ি বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তাঁদের আপাতত সেফ হোমে পাঠানো হয়েছে। যাবতীয় আইনি প্রক্রিয়া মিটলে সব দিক বিবেচনা করে তাঁদের বাড়ি ফেরত পাঠানো হবে। ঘটনার জেরে গ্রেফতার হয়েছে দু’জন পাচারকারী এবং এক জন অর্কেস্ট্রা মালিক। তবে আরও দুই অভিযুক্ত ইতিমধ্যেই পলাতক। তাঁদের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন : মানস ভূঁইয়া

বাবরি মসজিদের পাল্টা মুর্শিদাবাদে তৈরি হবে রাম মন্দির

চাকরির টোপ দিয়ে মহিলাকে ‘কুরুচিকর’ মেসেজ , TMCP-র নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চিকি‍ৎসার জন্য ১৭ দিনের প্যারোল পেলেন যৌন শোষণে সাজাপ্রাপ্ত আসারাম বাপু

রূপনারায়ণ নদীর তীরে ‘ওড়ফুলি উদ্যান’ ছোট বড় সকলের উইকেন্ড ডেস্টিনেশন

বিটি রোডে পুলিশের গাড়িতে ধাক্কা স্কুলবাসে, আহত ১৮ কনস্টেবল

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর