এই মুহূর্তে




হুমকি দিয়ে প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ! চাঞ্চল্য বাদুড়িয়ায়

নিজস্ব প্রতিনিধি: সম্পর্কের বিচ্ছেদের মাশুল যে এই ভাবে গুণতে হবে তা সম্পর্কে জড়াবার আগে ঘুণাক্ষরে আঁচও করেননি নির্যাতিতা। যখন বুঝলেন তখন তিনি নিজেই ধর্ষণের শিকার। তবে শেষে আর মুখ বুজে মেনে নেননি। সোজা থানায় গিয়ে প্রেমিকের নামে দায়ের করলেন অভিযোগ। আর তাঁর জেরেই চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ায়। তবে মূল অভিযুক্ত প্রেমিক আপাতত গা ঢাকা দিয়েছে। তবে পুলিশ ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্র ওই যুবকের বাবা ও কাকাকে আটক করেছে।

জানা গিয়েছে, বাদুড়িয়ার যশাইকাটির কলিঙ্গা গ্রামের বাসিন্দা ওই নির্যাতিতার সঙ্গে ওই গ্রামেরই বাসিন্দা সোনু মণ্ডলের সঙ্গে বছর তিনের আগে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু চলতি বছরের প্রথম দিকে সেই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু সেই নির্যাতিতা তখন জানতেন না প্রেমিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ক্যামেরাবন্দি হয়ে আছে। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দিয়ে সেই প্রেমিকই কার্যত ব্ল্যাকমেইল করা শুরু করে ওই নির্যাতিতাকে। প্রথমে ৬০ হাজার টাকা সে দাবি করেছিল ওই নির্যাতিতার কাছ থেকে। সঙ্গে জানিয়েছিল ওই টাকা না দিলে সে ওই ঘনিষ্ঠ মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। সেই টাকা দিতে রাজিও হয়ে যান ওই নির্যাতিতা। আর টাকা দেওয়ার জন্য অভিযুক্ত সনু মণ্ডলের বাড়ি যেতেই সেখানেই তাঁকে ধর্ষণ করে ওই যুবক। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণী। শেষে বাদুড়িয়া থানায় গিয়ে সনুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত সোনু মণ্ডল আপাতত এলাকাছাড়া। পুলিশ ওই যুবককে না পেয়ে তার বাবা ও কাকাকে আটক করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রক্তদান শিবিরের গেট তৈরি করাকে কেন্দ্র করে ভাঙড়ে আইএসএফ – তৃণমূল সংঘর্ষ

অভিষেকের অনশন প্রত্যাহারের বার্তা নিয়ে ঠাকুরনগরে হাজির রাজ্যের দুই মন্ত্রী

খড়দহে মজুত বিপুল পরিমাণ বারুদ বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল

জীবনযুদ্ধে জয়ী শিশুকন্যার পাশে জঙ্গলমহলের মানবিক পুলিশ

খড়দার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রশ্ন, পুলিশ কী সমাজ বিরোধীদের দালাল!

বোলপুরে মানসিক অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি BLO

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ