'মোদি আসে মোদি যায় বাংলা নিজের মেয়েকে চায়', হুঙ্কার অভিষেকের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: 'মোদি আসে মোদি যায় বাংলা নিজের মেয়েকে চায়।' এদিন ঠাকুরনগরের সভা থেকে বিজেপিকে কটাক্ষ করে ঝাঁঝালো আক্রমণ করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের সভা থেকে ফের একবার 'বহিরাগত' তত্বকেই সামনে রেখে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বিজেপিকে কটাক্ষ করে অভিষেক জানিয়েছেন, 'বিজেপি ২০১৯ বলেছিল, ক্ষমতায় এলে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল। এখন বলছে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হলে নাগরিকত্ব দেওয়া হবে। ১৩০ কোটির দেশ সবাইকে ভ্যাকসিন দিতে দিতে আট-দশ বছর সময় লাগবে। ভাওতাবাজিটা বুঝেছেন! ২০১৯ এই জনগণদেরই ভোটে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন, যদি ভোটার কার্ড বৈধ নাগরিকত্ব না হয় তাহলে সাধারণ মানুষের ভোটে জিতে নির্বাচিত প্রধানমন্ত্রী অবৈধ। মতুয়ারা অবৈধ হলে নরেন্দ্র মোদি অবৈধ। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ।'
ঠাকুরনগরে অভিষেকের এই সভাকে ঘিরেই কিছুদিন আগেই তৃণমূল ও বিজেপির মধ্য কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়। তৃণমূলের তরফে অভিযোগ করা হয় সাংসদ অভিষেকের সভা বানচাল করতে সভাস্থলের মাঠে জল ভরে দেওয়া হয়। আজ সেই অভিযোগের সুর দেখা যায় অভিষেকের গলায়। তিনি জানিয়েছে, 'আমার সভা বানচাল করার জন্য হেলিপ্যাডে জল ভরে দিয়েছিল। কিন্তু আমি তো আসবই, কারণ আমি বাংলার ভূমিপুত্র, বহিরাগত নই।'
তিনি আরও জানিয়েছেন, ' ওরা বলছে আমাদের জয় বাংলা নাকি বাংলাদেশের স্লোগান। আমাদের বাংলাদেশি বলে দিচ্ছে। তাহলে তোমরা যে ‘সোনার বাংলা’ করবে বলছ, সেটা কোথাকার স্লোগান? সোনার বাংলা করতে চাইছ? তা হলে সোনার উত্তরপ্রদেশ হয়নি কেন? সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন? সোনার গুজরাত হয়নি কেন? আপনারা কয়েক মাস আগে বিজেপির প্রতিনিধিদের ভোট দিয়ে জিতিয়েছেন, করোনার সময় তাঁদের দেখতে পেয়েছেন? কাউকে দেখা যায়নি। কে এসেছে? মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন।'
এরই সঙ্গে কিছুদিন আগে কয়লা পাচার কাণ্ডে অভিষেক পত্নী রুজিরা ও তাঁর শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেই প্রসঙ্গে এদিন না বললেও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জানান, 'আমার পিছনে সিবিআই লেলিয়ে দিয়েছে। আমি বলছি সিবিআই, ইডি, আয়কর— আরও যারা যারা আছে, আমার পিছনে লাগান। কিন্তু মাথা নত করব না। জেনে রাখুন আমার গলা কেটে দিলেও একটা কথাই বেরোবে, জয় বাংলা।'
কয়লা পাচার কাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের পর প্রথম জনসভা ছিল অভিষেকের। এদিন ঠাকুরনগরে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঠাকুরনগরে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে সভাস্থলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Leave A Comment