এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘দশটি বা পাঁচটি নয়, খালি দুটি প্রশ্ন করলেই হবে’, ঘাটালে টোটকা অভিষেকের

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার তো বটেই, রাজ্যের মধ্যেও এবার ২৪’র ভোটযুদ্ধে(Loksabha Election 2024) বেশ নজরকাড়া কেন্দ্র হয়ে উঠেছে ঘাটাল লোকসভা(Ghatal Constituency) কেন্দ্র। এদিন সেই ঘাটালেই ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) রোড-শো। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ২০১৪ সাল থেকেই তৃণমূলের সাংসদ হিসাবে কাজ করছেন টলি তারকা দেব(Deb)। এবারেও তিনি সেখানে জোড়াফুলের ভোটপ্রার্থী। তবে এবারে তাঁর সেই লড়াই আরও নজর কাড়ছে তাঁর বিপরীতে দাঁড়ানো বিজেপির প্রার্থী(BJP Candidate) হিরণের(Hiran) জন্য। দেব এমন একটা সময় টলিউডে এন্ট্রি নেন, যখন হিরণ তাঁর পায়ের নীচের জমিটা সবে একটু একটু করে শক্ত করে তুলছেন। কিন্তু দেবের আসার পরে হিরণের পায়ের নীচের মাটি বলে আর কিছুই অবশিষ্ট ছিল না। কার্যত ফ্লপ হিরোর তকমা নিয়েই টলিউড ছাড়তে হয়েছে হিরণকে। এবার সেই হিরণ বিজেপির বিধায়ক হওয়ার পাশাপাশি দেবকে ঘাটালে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছেন। তবে এদিন দেবের পাশে দাঁড়িয়ে অভিষেক আমজনতাকে দিলেন ভোট টোটকা।  

এদিন ঘাটালের বুকে রোড-শোতে একই গাড়িতে একসঙ্গে দেখা গেল দেব এবং অভিষেককে। দেবের সমর্থনে ঘাটালে যাবেন অভিষেক, এটা পূর্বনির্ধারিতই ছিল। তাই ভিড়ও হয়েছিল প্রচুর। রাজনীতির নায়ক আর সিনেমার নায়ককে একসঙ্গে দেখতে পাওয়া চাট্টিখানি কথা নয়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ নতুন নয়। এই প্রকল্পের টাকাও বিজেপি সরকার দিচ্ছে না বলে দাবি করা হয়েছে একাধিকবার তৃণমূলের তরফে। রবিবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের হয়ে প্রচারে গিয়ে স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গ টানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমজনতার প্রতি তাঁর অনুরোধ, বিজেপি ভোট চাইতে এলে মাত্র দুটি প্রশ্ন করতে হবে তাঁদের। দেব দীর্ঘদিন ধরেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলে আসছেন। সংসদে দাঁড়িয়েও এই প্রসঙ্গে কেন্দ্রের সরকারের নজর টানার চেষ্টা করেছেন। কিন্তু তৃণমূলের দাবি, বিজেপি সরকার তাতে পাত্তা দিতে রাজিই নয়। রবিবার সেই ঘাটাল থেকেই আমজনতাকে বিশেষ অনুরোধ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, তিনি চান বিজেপি এই এলাকায় ভোট চাইতে এলে মানুষ শুধু দুটি প্রশ্ন করুক। অভিষেকের কথায়, ‘দশটি বা পাঁচটি নয়, খালি দুটি প্রশ্ন করলেই হবে!’

রোড শো-এ রোড শোয়ে আসা মানুষদের উদ্দেশে অভিষেক বলেন, ‘প্রথম প্রশ্ন করুন, ঘাটাল মাস্টার প্ল্যানের ৬০ শতাংশ টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা। ১০ বছর প্রধানমন্ত্রী পদে রয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর নেতৃত্বে সরকার চলছে। কিন্তু সেই টাকা দেয়নি কেন? আর দ্বিতীয় প্রশ্ন, ২০১৯ সালের তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে কলকাতায় ভাঙা হয়েছিল বিদ্যাসাগরের মূর্তি। বিজেপির গুণ্ডারা শীর্ষ নেতাদের মদতে এই কাজ করেছিল। বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যারা ভেঙেছিল, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সেই প্রশ্ন করুন!’ এদিন অভিষেক রোড-শো থেকে ভূপতিনগরের NIA হানাদারি এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে NIA’র SP ধনরাম সিংয়ের বৈঠক প্রসঙ্গেও মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আজ আমরা বিজেপির ষড়যন্ত্র এবং NIA’র সঙ্গে তাঁদের সম্পর্ক তুলে ধরেছি। NIA অফিসারের সঙ্গে ৫২ মিনিটের বৈঠকে, জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল নেতাদের সঙ্গে হয়রানির ষড়যন্ত্র করেছিলেন। শুনেছি জিতেন্দ্র তিওয়ারি বলেছেন যে তিনি আইনি নোটিশ পাঠাবেন। ঠিক আছে, আমি নোটিশের জন্য অপেক্ষা করছি। তাঁকে নোটিশ পাঠাতে দিন এবং আমি সিসিটিভি ফুটেজ প্রকাশ করব।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোন্নগরে বৃদ্ধার মৃতদেহ আগলে বসে স্ত্রী-মেয়ে, এলাকায় ছড়াল দুর্গন্ধ

শুটিংয়ে গিয়ে ভয়ানক বিপত্তি, গাড়ি উল্টে দুর্ঘটনার মুখে শাহরুখ, ক্ষতি আড়াই কোটি

তিন দিন ধরে আত্মজার মৃতদেহ আগলে, অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিনী

তৃণমূল-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, চলল গুলি ! ভোটের আগেই উত্তপ্ত খড়গ্রাম   

রায়গঞ্জে ভোঁতা হল ভিক্টর অস্ত্র, সংখ্যালঘুরা জোড়াফুলেই

রণবীরকে নিন্দা করে বিপাকে মহিলা, তাঁর অশ্লীল ছবি বানাল নায়কের ভক্তরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর