এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাংলার টাকা আটকাতে দিল্লি দরবার করে ওরা, বঙ্গ বিজেপিকে তোপ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: চলছে ২ মাস ব্যাপী তৃণমূলের জনসংযোগ যাত্রা কর্মসূচি। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করলেন সভা, জনসংযোগ। হলো পার্থী পছন্দ করার ভোটও। তারপরেই কৌশল বদল করলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

দক্ষিণ দিনাজপুরের তপনে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE)। তবে সভা আর জমায়েতের ‘দূরত্ব’ তাঁর না পসন্দ ছিল। এদিন কৌশল বদল করে রাস্তার দু’পাশের জনতার মাঝে মিশে গেলেন তিনি। রোড শো গাড়িতে না করে আগে মিশে গেলেন জমায়েতে। কথা বললেন স্থানীয়দের কাছে গিয়ে। খোঁজ নিলেন এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে।

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন তিনি। বঙ্গ বিজেপিকে নিশানা করে বলেন, একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা আটকাতে দিল্লি দরবার করে ওরা। মঙ্গলবার গঙ্গারামপুর থেকে অভিষেক বলেন, পঞ্চায়েত ভোট করতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে ও নির্বিঘ্নে। বলেন, বালুরঘাট থেকে জয়ী হয়েছিলেন বিজেপির সুকান্ত মজুমদার। কিন্তু ১০০ দিনের প্রাপ্য টাকা বাংলা না পেলেও তিনি কেন্দ্রকে তা চাননি। অভিযোগ, এলাকার জন্য কিছুই করেননি সাংসদ। আনেননি কেন্দ্রের বড় প্রকল্প। শুধু ব্যঙ্গ ও বিদ্রুপ করেছেন। সুকান্তের নাম না করে কটাক্ষ করে বলেন, আগে নিজের এলাকায় ৬ রাত কাটান তারপরে অন্য কথা হবে। এরপরেই বলেন, সব মনে রেখে যেন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে ভোট দেন মানুষ। 

এদিন তিনি বলেন, বিজেপি বাংলায় ভোটে হেরে ল্যাজে গোবরে হয়েছে। তাই বঙ্গবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি। তাঁর অভিযোগ, তৃণমূলকে হারাতে না পেরে প্রাপ্য টাকা আটকে প্রতিশোধ নিচ্ছে বিজেপি। আরও বলেন, দিলীপ-সুকান্ত-শুভেন্দু বাবুরা তাঁকে রোজ ১০ টা করে গালি দেন। বলেন, ১০টার বদলে ২০টা করে গালি দিন কিন্তু সাধারণ মানুষের প্রাপ্য টাকা ছেড়ে দিন। 

উল্লেখ্য, গতকালের মতো এদিনও অভিষেকের সভায় উপস্থিত ছিলেন না ইসলামপুরের ‘অভিমানী’ তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরি। বিধায়কের অভিযোগ, অভিষেকের সভার কথা তাঁকে জানাননি দলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল। এই প্রসঙ্গে জেলা সভাপতির প্রতি অভিষেকের নির্দেশ, তিনি যেন নিজে বিধায়কের কাছে যান। নিজেদের সমস্ত সমস্যা যেন দ্রুত মিটিয়ে নেওয়া হয়। স্পষ্ট বার্তা দেন, কোনও দ্বন্দ্ব বরদাস্ত নয়। সকলকে এক হয়ে কাজ করতে হবে।    

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সরাসরি : কোচবিহারে মাথা ফাটল তৃণমূল নেতার

প্রথম ২ ঘন্টাতেই কমিশনের কাছে ৩৭টি অভিযোগ তৃণমূলের

শুক্রে রাজ্য়ের তিন কেন্দ্রে ভোট, মোতায়েন ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৭০০০ পাতার চার্জশিট জমা ইডির

হাতির হানায় মৃতদের স্বজনেরা চাকরি পেয়ে মুগ্ধ মমতায়

‘বিচারপতির কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় গো ব্যাক’, পোস্টারে পোস্টারে ছয়লাপ ময়না

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর