পাথর বোঝাই ডাম্পারের তলায় চাপা পড়ল গাড়ি! মৃত ১৩
Share Link:

নিজস্ব প্রতিনিধি: আনন্দানুষ্ঠান মুহুর্তের মধ্যে পরিণত হল মর্মান্তিক বিষাদস্থলে। হাসি, উচ্ছ্বাস, হুল্লোড় মুহুর্তের মধ্যে পরিণত হল বুকফাটা কান্না, বিষাদ ও আর্তনাদে। এক দুর্ঘটনাতেই শেষ হয়ে গেল ১৩টি জীবন। হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার লালস্কুল এলাকার এশিয়ান হাইওয়েতে জলঢাকা নদীর সেতুর কাছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে এই দুর্ঘটনার পিছনে ভুল লেন ধরে ড্রাইভিং চালানোর ঘটনাকেই চিহ্নিত করেছ পুলিশ। গাফিলতি যারই হোক না কেন, যে ১৩টি প্রাণ অকালেই ঝরে গেল, যে পরিবারগুলি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্থ হল তাঁদের ক্ষতি কে পূরণ করবে। রাজ্য সরকার হয়তো আর্থিক ভাবে কিছু ক্ষতিপূরণ দেবে। কিন্তু তাতে কী এই জীবনগুলি ফিরে আসবে!
জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার চূড়াভান্ডার এলাকার একটি তরুণীর বিয়ে হয়েছে জেলারই ধূপগুড়ি থানার ময়নাতলি এলাকায়। সেই তরুণীর বৌভাতে যোগ দিতে দুটি ছোটগাড়িতে মোট ২২জন কনেযাত্রী কাল রাত ৮টা নাগাদ রওয়ানা দেন ময়নাতলির পথে। এই ২২জন যাত্রীর মধ্যে শিশু ও মহিলারাও ছিলেন। এদের বাড়ি ময়নাগুড়ির চূড়াভাণ্ডার, রানিরহাট মোড় এবং মালবাজারের ডামডিম এলাকায়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের বয়ান মিলিয়ে পুলিশ জানতে পেরেছে রাতের বেলা এশিয়ান হাইওয়ে ফাঁকা থাকায় ২টি গাড়িই উল্টো দিকের লেন ধরে বেশ দ্রুত গতিতে এগোচ্ছিল। জলঢাকা সেতুর কাছে উল্টো দিক থেকে আসা একটি ধীর গতির লরিকে পিছনে থাকা একটি পাথর বোঝাই ডাম্পার বেশ দ্রুত গতিতে পাশ কাটাবার সময়ই এই গাড়ি দুটি এসে সেই ডাম্পারে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কাতে সামনের গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ও ডাম্পারটি সেই দুটি গাড়ির ওপরে উল্টে পড়ে। ডাম্পারে থাকা পাথর এই গাড়ি দুটির ওপর এসে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্রেন এনে উদ্ধারকার্য শুরু করে। ঘটনার খবর পেয়ে আসেন স্থানীয় বিধায়ক মিতালী রায়ও। পুলিশ ঘটনাস্থল দেখেই জানিয়ে দেয় সঠিক লেন ধরেই উল্টো দিক থেকে ১০ চাকার ওই পাথরবোঝাই ডাম্পারটি যাচ্ছিল। ভুল লেন ধরে আসছিল কনেযাত্রীদের গাড়ি দুটি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই চারটি শিশু-সহ ১১ জনের মৃত্যু হয়। হাসপাতালের পথে আরও ২ জনের মৃত্যু হয়। উদ্ধারকাজের জন্য বেশ কয়েকটি ক্রেন নিয়ে আসা হলেও পাথর সরিয়ে হাতাহতদের উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যেতে অনেকটাই সময় চলে যায়। তাতেই বেড়েছে মৃত্যুর সংখ্যা। দ্রুত উদ্ধারকাজের জন্য আরও পুলিশবাহিনী আসে। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগান। ক্রেনে দিয়ে ডাম্পারটিকে তোলার পর পাথর সরিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করা হয়। আহতদের প্রথমে ধূপগুড়ি হাসপাতালে এবং পরে জলপাইগুড়ি হাসাপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে যে ১৩জন মারা গিয়েছেন এই দুর্ঘটনায় তাঁদের মধ্যে শিশু রয়েছে ৪টি, মহিলা রয়েছেন ৭জন ও ২জন পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে ৭জন রয়েছেন ধূপগুড়ি হাসপাতালে। ৩ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়েছে। বাকী ১ জনকে জলপাইগুড়ি সদর হাসপাতালের ইএনটি বিভাগে স্থানান্তরিত করা হয়েছে।
ধূপগুড়ির বিধায়ক মিতালি রায় জানান, 'দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জন মারা গিয়েছেন। গোটা বিষয়টি আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা হয়েছে। মৃতদের মধ্যে অনেকের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তবে পুলিশের তরফে জানার চেষ্টা চালানো হচ্ছে। মৃতেরা ময়নাগুড়ির চূড়াভান্ডার, রানিরহাট মোড় এবং মালবাজারের ডামডিম এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।' দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ে ৪৮-এ দীর্ঘক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিল। রাত সারে ৯টা থেকে রাত ১টা পর্যন্ত উদ্ধার কাজ চলে। রাত ২টোর পর রাস্তা স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ। এদিন সকালে আহতদের দেখতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যান আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। আসেন জলপাইগুড়ি পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, এসডিও এবং ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন তাঁরা। দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা।



More News:
26th February 2021
দেখে নিন কবে রাজ্যের কোথায় নির্বাচন, রইল কেন্দ্রওয়াড়ি বিস্তারিত বিবরণ
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
বাংলায় বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে ফের ‘বিজেপি ঘনিষ্ঠ’ অজয় নায়েক
26th February 2021
26th February 2021
সায়নী-সুদেষ্ণার সঙ্গে বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, প্রার্থীপদ নিয়ে জল্পনা
26th February 2021
26th February 2021
26th February 2021
Leave A Comment