এই মুহূর্তে

‘বড় ষড়যন্ত্রের শিকার হলাম’, মালদহে বাবলা সরকার খুনে ধৃত তৃণমূল নেতার নিশানায় কে?

নিজস্ব প্রতিনিধি, মালদা:‘বড় মাথার শিকার নন্দু হয়েছে। আমাকে ফাঁসানো হয়েছে। বড় মাথার শিকার আমি।’ ইংলিশবাজার থানা থেকে মালদা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ করলেন দুলাল সরকার খুনে ধৃত দলেরই টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি(Narendranath Tiwari)।তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার করা হল ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। গ্রেফতার করা হল স্বপন শর্মা নামে আরও এক জনকে। স্বপন শর্মার বিরুদ্ধেও কয়েক বছর আগে একাধিক মামলা ছিল।তৃণমূল নেতা বাবলা সরকার খুনকান্ডে ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে পেশ করা হল মালদা জেলা আদালতে।

নরেন্দ্রনাথ তেওয়ারি এখনও ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি।আমাকে ফাঁসানো হয়েছে। বড় মাপের মাথা আমাকে ফাঁসিয়েছে। থানা থেকে বের করার সময় বিস্ফোরক নরেন্দ্রনাথ তিওয়ারি। ফাঁসানোর অভিযোগ করলেন স্বপন শর্মাও। উল্লেখ্য গতকাল থেকেই নরেন্দ্রনাথ তিওয়ারি সহ তার দুই ভাইকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল পুলিশ। কথায় অসংগতি আর সেই কারণেই গ্রেফতার এমনটাই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। আজ আদালতে পেশ করতে নিয়ে যাবার সময় তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন নরেন্দ্রনাথ তিওয়ারি  এবং স্বপন শর্মা দুজনেই।

স্বপন শর্মার(Swapan Sarma) বাড়ি মালদহ শহরের পিরোজপুর এলাকায়। গত ২ জানুয়ারি গুলি করে খুন করা হয় মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে৷তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় ইংরেজবাজারের টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাঁর দুই ভাইকে মঙ্গলবার তলব করে পুলিশ৷ এর পর রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় দুজনকে। তাঁর দুই ভাই ধীরেন্দ্রনাথ তেওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও মঙ্গলবার ইংরেজবাজার থানায় ডেকে পাঠানো হয়৷ মালদহের পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা তিনজনকে টানা জিজ্ঞাসাবাদ করেন ৷

এরপর বুধবার সকালে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতারর করা হয়।মালদায় ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা খুনে তৃণমূলেরই শহর সভাপতি ও তৃণমূল হিন্দিভাষী সেলের নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ইংরেজবাজার শহরের বাসিন্দা স্বপন শর্মাকেও পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা থেকে রাতভর নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর দুই ভাইকে টানা জেরা করে পুলিশ। ছিলেন পুলিশ সুপার(SP) প্রদীপকুমার যাদব। প্রায় ২২ ঘন্টা জেরা করার পর নরেন্দ্রনাথ তেওয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্জন শ্মশানে আয়োজন হয় ১৫ রকমের ভূতের পুজোর, আঁধার নামলেই শুনশান এলাকা

কালিয়াচকে ৭২ ঘন্টার মধ্যে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত গ্রেফতার

‘ধর্ষকদের সমাজে কোনও জায়গা নেই’, গুড়াপ কাণ্ডে চরম সাজার পর প্রতিক্রিয়া মমতার

জন্মদিনে মিলল ন্যায়বিচার ! গুড়াপে শিশু ধর্ষণ-খুন মামলায় দোষীর ফাঁসির সাজা

পাচার চক্রের পর্দা ফাঁস ! উদ্ধার ১১টি হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আঁশ

কাঁকড়া ধরতে যাওয়াই কাল, বাঘের হামলায় বেঘোরে প্রাণ গেল মৎস্যজীবীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর