নিজস্ব প্রতিনিধি, সামসেরগঞ্জ: ভোটের মাত্র চারদিন আগে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি। অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা পর পর দু’টি বোমা ছোড়ে তৃণমূল বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে। ঘটনায় প্রাণহানির ঘটনা না ঘটলেও, তৃণমূল নেতার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনার তদন্তে নেমেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
সামসেরগঞ্জের চাচণ্ড গ্রামে তৃণমূলের বুথ সভাপতি মহিরুদ্দিন শেখের অভিযোগ, শনিবার গভীর রাতে পরপর দুটি বোমা ছোড়া হয় তাঁর বাড়িতে। তখন ঘুমোচ্ছিলেন প্রত্যেকে। বোমের আওয়াজে রাত দু’টোয় ঘুম ভেঙে যায় তাঁদের। প্রতিবেশিরাও ছুটে আসে। সেই সময় পালিয়ে যায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতার অভিযোগ, রাজনৈতিক আক্রোশ থেকেই এই বোমাবাজি। রাতেই সামসেরগঞ্জ থানায় অভিযোগ জানান তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।
তৃণমূল বুথ সভাপতির অভিযোগের আঙুল অবশ্য বিজেপির দিকে। তাঁর কথায়, ‘যার উস্কানিতে বোমাবাজি করছেন তা একদিন প্রকাশ্যে আসবেই। আপনিও ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। তখন কেউ পাশে দাঁড়াবে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন আপনার পাশে থাকবে।’ নির্দিষ্ট কাউকে কাঠগড়ায় না তুললেও রাজ্যের প্রধান বিরোধী দলকেই ইঙ্গিত করছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, বৃহস্পিতবারই একই গ্রামের যুব বাম নেতা মোজাফ্ফর হোসেনের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছিল। সিপিএমের অভিযোগ ছিল তৃণমূলের দিকে। ব্লক তৃণমূল সভাপতি বজরুল রহমান সেই ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ‘মোজাফ্ফর হোসেন এবং মহিদুর রহমানের উপর হামলা ঘটনা মোটেই কাকতালীয় নয়। এর নেপথ্যে রয়েছে একটিই রাজনৈতিক দল। ভোটের সময় শান্ত এলাকায় মানুষের মনে ভয় সৃষ্টি করতেই সন্ত্রাস চালাচ্ছে।’