এই মুহূর্তে

জিয়াগঞ্জ থেকে ভেঙে পৃথক পুরসভা হচ্ছে আজিমগঞ্জ

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আরও একটি পুরসভা তৈরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল বৃহস্পতিবার। যদিও এই এলাকা আগে পুরসভাই ছিল। তবে দুটি এলাকা নিয়ে সেই যুগ্ম পুরসভাকে ভেঙেই এবার দুটি পৃথক পুরসভা করার পথে হাঁটা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। এদিন রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার জিয়াগঞ্জ-আজিমগঞ্জ(Jiaganj-Azimganj) পুরসভাকে ভেঙে আজিমগঞ্জকে পৃথক ও একটি পূর্ণাঙ্গ পুরসভায়(New Municipality) রূপান্তরিত করা হতে চলেছে। আজিমগঞ্জ শহরের ফতেজঙ্গপুর মনসুরগঞ্জ, আজিমগঞ্জ, বড়নগর মৌজা এই নতুন পুরসভার মধ্যে থাকবে। সেই সঙ্গে মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েত এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার একাংশ নিয়ে গঠন করা হবে নতুন ‘আজিমগঞ্জ পুরসভা’।নতুন পুরসভা তৈরি হলে ‘জিয়াগঞ্জ আজিমগঞ্জ’ পুরসভা অবলুপ্ত হবে। জিয়াগঞ্জ শহর এলাকার ওয়ার্ডগুলি নিয়ে গঠিত পুরসভার নাম হবে ‘জিয়াগঞ্জ পুরসভা’।

মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর দুই পাড়ে গড়ে ওঠে জিয়াগঞ্জ ও আজিমগঞ্জ এলাকা। পরবর্তীকালে এই দুই এলাকা নিয়েই তৈরি হয় জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভা। বর্তমানে এই পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৭। এর মধ্যে ৪টি ওয়ার্ড রয়েছে আজিমগঞ্জে। বাকি ১৩টি ওয়ার্ড রয়েছে জিয়াগঞ্জে। এখন আজিমগঞ্জের ৪টি ওয়ার্ডের সঙ্গে সঙ্গে মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েত এলাকা যুক্ত করে পৃথক আজিমগঞ্জ পুরসভা যুক্ত তৈরি করা হবে। আবার জিয়াগঞ্জের দিকে থাকা ১৩টি ওয়ার্ডের সঙ্গে যুক্ত করা হবে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতকে। এদিন যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, প্রস্তাবিত আজিমগঞ্জ পুরসভা এলাকার জনসংখ্যা ৪২,৪৭১ । এই এলাকার জনঘনত্বও প্রতি স্কোয়্যার কিলোমিটারে হাজারের বেশি। প্রায় ৭৬ শতাংশ মানুষ মূল জীবিকা হিসেবে সরাসরি কৃষির সাথে যুক্ত নন। এই সব কারণেই এই এলাকাগুলি নিয়ে পুরসভা গঠন করা যায় বলে সরকারের মত। প্রশাসন সূত্রে খবর, এই এলাকায় পুরসভা হলে রাজস্ব আদায় বাড়বে। রাজ্যের অর্থনৈতিক লাভ হবে। হবে এলাকার উন্নয়নও। প্রস্তাবিত পুর এলাকার জমির পরিমাণ প্রায় ৪২ বর্গ কিলোমিটার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরিশচন্দ্রপুরের জমির সমস্যাকে কেন্দ্র করে দুষ্কৃতী হামলা ,এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনা কেন্দ্রের

বিজেপিকে হতাশ করিলেন রেখা, পাচ্ছেন স্বাস্থ্যসাথীর সুবিধা

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য  করায়  দিলীপের বিরুদ্ধে দায়ের FIR  

কৃষ্ণনগরে প্রচার ব্যস্ত, ইডির তলব এড়ালেন মহুয়া মৈত্র

বিচ্ছিন্নতাবাদের সুড়সুড়িই এবার ব্যুমেরাং হচ্ছে পদ্ম শিবিরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর