এই মুহূর্তে

বাবলা সরকার খুনে ব্যবহৃত অস্ত্র ও খুনির জামা- জুতো উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদায় বাবলা সরকার খুনে ব্যবহৃত অস্ত্র ও খুনির জামা – জুতো উদ্ধার করল পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে একটি নাইন এমএম পিস্তল, দুটি ওয়ান শটার পিস্তল, ৭টি কার্তুজ ও মালদায় খুনের সময় ব্যবহৃত খুনি’র জামাকাপড় ও জুতো। এই খুনের ঘটনায় ধৃতদের জবানবন্দির সূত্র ধরে এগুলি উদ্ধার করেছে পুলিশের স্পেশাল টিম(Special Team) বলে জানান মালদার বর্তমান পুলিশ সুপার।মালদায় তৃণমূল নেতা বাবলা সরকার খুনে ভাড়াটে খুনিকে ৫০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। বুধবার ভবানী ভবনে সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) (ADG South Bengal)সুপ্রতিম সরকার। তার দাবি খুনের ঘটনায় ধৃত নরেন্দ্র তেওয়ারি ও স্বপন শর্মা এই খুনের ষড়যন্ত্রের মূল পাণ্ডা।

দুজনকেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কথাবার্তায় অসঙ্গতি মেলায় বুধবার সকালে গ্রেফতার করা হয়েছে বলে সুপ্রতিম সরকার(Supratim Sarkar) জানান। পলাতক বাবলু যাদব এই খুনের ষড়যন্ত্রে যুক্ত বলে পুলিশের দাবি। দুষ্কৃতীরা বাবলা সরকারকে খুন করার আগে একাধিকবার রেকি করেছিল। এদিকে, বুধবার গ্রেফতার হওয়ার পর নরেন্দ্রনাথ তিওয়ারি দাবি করেন,’বড় মাথার শিকার নন্দু হয়েছে। আমাকে ফাঁসানো হয়েছে। বড় মাথার শিকার আমি।’ ইংলিশ বাজার থানা থেকে মালদা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ করলেন দুলাল সরকার খুনে ধৃত দলেরই টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি।তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার করা হল ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। গ্রেফতার করা হয় স্বপন শর্মা নামে আরও এক জনকে। স্বপন শর্মার বিরুদ্ধেও কয়েক বছর আগে একাধিক মামলা ছিল। নরেন্দ্রনাথ তেওয়ারি এখনও ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি।

স্বপন শর্মার বাড়ি মালদহ শহরের পিরোজপুর এলাকায়। গত ২ জানুয়ারি গুলি করে খুন করা হয় মালদহের ইংরেজবাজার পুরসভার(Englishbazar Municipality) তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে ৷ তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় ইংরেজবাজারের টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাঁর দুই ভাইকে মঙ্গলবার তলব করে পুলিশ৷ এর পর রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় দুজনকে। তাঁর দুই ভাই ধীরেন্দ্রনাথ তেওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও মঙ্গলবার ইংরেজবাজার থানায় ডেকে পাঠানো হয়৷ মালদহের পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা তিনজনকে টানা জিজ্ঞাসাবাদ করেন৷ এরপর বুধবার সকালে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতারর করা হয়।মালদায় ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা খুনে তৃণমূলেরই শহর সভাপতি ও তৃণমূল হিন্দিভাষী সেলের নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ইংরেজবাজার শহরের বাসিন্দা স্বপন শর্মাকেও পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা থেকে রাতভর নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর দুই ভাইকে টানা জেরা করে পুলিশ। ছিলেন পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। প্রায় ২২ ঘন্টা জেরা করার পর নরেন্দ্রনাথ তেওয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের শুক্রবার পুলিশের হেফাজতে তিন দিন থাকার পর মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।বাবলা সরকার খুনে ধৃতদের শুক্রবার আদালতে পেশ করলে তদন্তের স্বার্থে আরো ৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিলেন বিচারক।দুলাল সরকার খুন কান্ডে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা কে আজ আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে সরকারি আইনজিবী পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান। সেই মত পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

এদিকে আজ দুলাল সরকারের হয়ে আদালতে উপস্থিত থেকে তদন্তের সওয়াল জবাব শুনলেন নিহত কাউন্সিলরের স্ত্রীর। কারণ তিনি নিজে একজন আইনজীবী। এই বিষয়ে নিহত তৃণমূল কাউন্সিলর এর স্ত্রী চৈতালি ঘোষ সরকার জানান আমি নিজে আইনজীবী ওই জন্য এসেছি। কোন দিকে তদন্ত এগোচ্ছে , না কেউ প্রভাবিত করছে সেটা দেখার দরকার ছিল বলে আমি মনে করি। সেই কারণে উপস্থিত ছিলাম। তার পাশাপাশি ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির হয়ে যাতে বার এসোসিয়েশনের কোন আইনজীবী না দাঁড়ায় তার জন্য তিনি একটি পিটিশন করেছেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্জন শ্মশানে আয়োজন হয় ১৫ রকমের ভূতের পুজোর, আঁধার নামলেই শুনশান এলাকা

কালিয়াচকে ৭২ ঘন্টার মধ্যে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত গ্রেফতার

‘ধর্ষকদের সমাজে কোনও জায়গা নেই’, গুড়াপ কাণ্ডে চরম সাজার পর প্রতিক্রিয়া মমতার

জন্মদিনে মিলল ন্যায়বিচার ! গুড়াপে শিশু ধর্ষণ-খুন মামলায় দোষীর ফাঁসির সাজা

পাচার চক্রের পর্দা ফাঁস ! উদ্ধার ১১টি হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আঁশ

কাঁকড়া ধরতে যাওয়াই কাল, বাঘের হামলায় বেঘোরে প্রাণ গেল মৎস্যজীবীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর