এই মুহূর্তে




বালুরঘাটের আত্রেয়ী কলোনির বাসিন্দাদের ঘরে নদীর জল ঢুকে পড়েছে, নদীর জল বিপদসীমা ছুঁই ছুঁই




নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: আশঙ্কা সত্যি হল বালুরঘাটের আত্রেয়ী কলোনির বাসিন্দাদের। নদীর জল ঢুকে পড়েছে ঘরে। অন্য জায়গায় চলে গিয়েছে পাঁচটি পরিবার। নদীর জল বেড়ে বর্তমানে বিপদসীমা ছুঁই ছুঁই। সেচ দপ্তরের তরফে সুইস গেট বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। পুরসভার তরফে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ শিবির করে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান।গত এক সপ্তাহে ভারী বৃষ্টিপাত হয়েছে বালুরঘাটে(Balurghat)। বৃষ্টির পরিমাণ ৩০০ মিলিমিটার পেরিয়ে গিয়েছে। এদিকে নদীতে বাইরে থেকে প্রচুর পরিমাণে জল আসছে। নদী সংযুক্ত খাঁড়ি ফুঁসছে। সদরঘাটের একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে। তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উঁচু জায়গায় ফরওয়ার্ড ব্লকের একটি কার্যালয় মাথা গুঁজেছেন।

কলোনির পূর্ব প্রান্তের শতাধিক পরিবার বন্যার আতঙ্কে ভুগছেন। ইতিমধ্যেই প্রায় আটটি বাড়িতে জল ঢুকেছে। তাদের সেখান থেকে উদ্ধার করে সাহেব কাছারি মনিমেলা প্রাথমিক বিদ্যালয়ের দোতালায় স্থান দেওয়া হয়েছে। রবিবার দুপুর থেকে জল বাড়তে শুরু করে নদীতে। বিকেল থেকেই ঘরে জল ঢুকতে শুরু করে। এদিন রাতেই তারা ঘর ছেড়ে বেরিয়ে পড়তে বাধ্য হয়। পুরসভার তরফে তাদের পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেখানে আলো ও ফ্যানের সমস্যা রয়েছে বলে তারা জানান। সোমবার দুপুর পর্যন্ত তারা শুকনো খাবার পাননি বলে জানিয়েছেন। যদিও সূত্রের খবর সোমবার রাতেই তাদের শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। রঘুনাথপুরের(Raghunathpur) অত্রি কলোনিতেও (Atri Colony)সোমবার রাতে জল ঢুকেছে। যেখানে পরিদর্শনে যান চেয়ারম্যান। ইতিমধ্যেই পাম্প সেট ব্যবহার করে জল বের করে দেওয়া হচ্ছে।

বন্যার্তরা জানান ,‘চারজনের পরিবার নিয়ে উঁচু জায়গায় অস্থায়ী আস্তানা গেড়েছি। ঘরে জল থৈ থৈ। ঘরের অনেক ক্ষতি হয়েছে।’ মনিমেলা শিবিরে থাকা স্বপন বাসফোরের দাবি, ‘রবিবার রাতে আমরা পাঁচটি পরিবার এখানে এসেছি। এলাকায় ক্রমশ জল বাড়ছে। আমাদের শুকনো খাবার দেওয়া হয়েছে।’বালুরঘাট সেচ দপ্তরের আধিকারিক অঙ্কুর মিশ্র(Ankur Mishra) বলেন, ‘নদীর জল বিপদ সীমার খুব কাছে চলে এসেছে। যেখানে বিপদসীমা ২২.৫ মিটার নির্ধারিত। সেখানে নদীর জল ২২.১ মিটার। জল বৃদ্ধির মান ঊর্ধ্বমুখী। বৃষ্টিপাতের উপরে সমস্তটা নির্ভর করছে। আমরা সুইস গেট বন্ধ করে দিয়েছি।’বালুরঘাট পুরসভার চেয়ারম্যান জানান, আত্রেয়ী কলোনির বাসিন্দাদের শিবিরের ব্যবস্থা করা হয়েছে। তাদের শুকনো খাবার দেওয়া হয়। অত্রি কলোনিতে পাম্প দিয়ে জল বের করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মহিলাদের নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে প্রশাসনিক বৈঠক জেলাশাসকের

শান্তিপুর ফুলিয়ার বসাক বাড়ির কাত্যায়নী পুজো ঘিরে আনন্দে মাতোয়ারা সকলে

বাংলাদেশে চ্যাংড়া ছাত্র নেতাদের হাতে ক্ষমতা , শাসন প্রতিষ্ঠা হবে কোথা থেকে: দিলীপ ঘোষ

বাগনান ও আমতা থেকে উদ্ধার বিলুপ্ত নয় ও চার কেজির দুটি বিশালাকার ময়ূরী কাছিম

রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিলের ওপরে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

‘ভারত বিদ্বেষী’ বাংলাদেশিদের জন্য বন্ধ দার্জিলিংয়ের হোটেলের দরজা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর