টানা ৩ দিনের বাস ধর্মঘটের ডাক বাংলায়! ২৮, ২৯, ৩০ জানুয়ারি
Share Link:

নিজস্ব প্রতিনিধি: এদিন সকালেই আঁচ মিলেছিল। বিকালে তা ঘোষণায় পরিণত হয়ে গেল। রাজ্যের বেসরকারি বাস মালিকদের সংগঠন জানিয়ে দিল আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি টানা ৩ দিনের বাস ধর্মঘটে নামছেন তাঁরা। পেট্রোপণ্যের ওপর থেকে শুল্ক না তুললে আগামী দিনে তাঁরা অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের পথে যাবেন বলেও এদিন জানিয়ে দিয়েছেন তাঁরা। আর এই ঘোষণার জেরেই মাস শেষে কার্যত থমকাতে চলেছে রাজ্যের বেসরকারি বাস পরিষেবা। ভোগান্তি ও হয়রানির মুখে পড়তে চলেছেন রাজ্যবাসী।
আরও পড়ুন পরিবহণ সচিবের সঙ্গে বৈঠকে মিলল না সমাধানসূত্র, টানা ধর্মঘটের পক্ষেই বাসমালিকেরা
কেন্দ্র সরকার প্রায় প্রতিদিনই বাড়িয়ে চলেছে জ্বালানির দাম। আর তার জেরে নিত্যদিন দামের রেকর্ড জ্ঞড়ছে পেট্রোল আর ডিজেল। এবার এই পেট্রোপণ্যের দাম বৃদ্ধি রুখতে একজোট হলেন এ রাজ্যের বেসরকারি বাস মালিকদের সংগঠন। এদিন তাঁরা বৈঠক করে সিদ্ধান্ত নেন যে আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি তাঁরা এই রাজ্যে বাস ধর্মঘট করবেন। সেই সঙ্গে কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব দেবেন পেট্রোপণ্যের ওপর জিএসটি বসাতে। রাজ্য সরকারকে প্রস্তাব দেবেন যাত্রীভাড়া পুনর্বিন্যাস করতে।
আরও পড়ুন মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি, আক্রমণ মমতার
যদি এই দুই দাবি মানা না হয় তাহলে তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে যেতে বাধ্য হবেন। এদিন এই ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে চিন্তায় পড়েছেন নিত্যযাত্রীদের পাশাপাশি আমজনতাও। কারন বাস না চললে তাঁরা কর্মক্ষেত্রে যেতে অসুবিধার সন্মুখীন হবেন। লকডাউনের জেরে এমনিতেই ধাক্কা লেগেছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের রুটিরুজিতে। এবার আবারও ৩ দিনের জন্য বেসরকারি বাস বন্ধ থাকলে কিছুটা হলেও তাঁদেরই সমস্যায় পড়তে হবে।
আরও পড়ুন উঠল পর্দার আড়াল, নাম করে সরাসরি অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর
আরও পড়ুন পরিবহণ সচিবের সঙ্গে বৈঠকে মিলল না সমাধানসূত্র, টানা ধর্মঘটের পক্ষেই বাসমালিকেরা
কেন্দ্র সরকার প্রায় প্রতিদিনই বাড়িয়ে চলেছে জ্বালানির দাম। আর তার জেরে নিত্যদিন দামের রেকর্ড জ্ঞড়ছে পেট্রোল আর ডিজেল। এবার এই পেট্রোপণ্যের দাম বৃদ্ধি রুখতে একজোট হলেন এ রাজ্যের বেসরকারি বাস মালিকদের সংগঠন। এদিন তাঁরা বৈঠক করে সিদ্ধান্ত নেন যে আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি তাঁরা এই রাজ্যে বাস ধর্মঘট করবেন। সেই সঙ্গে কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব দেবেন পেট্রোপণ্যের ওপর জিএসটি বসাতে। রাজ্য সরকারকে প্রস্তাব দেবেন যাত্রীভাড়া পুনর্বিন্যাস করতে।
আরও পড়ুন মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি, আক্রমণ মমতার
যদি এই দুই দাবি মানা না হয় তাহলে তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে যেতে বাধ্য হবেন। এদিন এই ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে চিন্তায় পড়েছেন নিত্যযাত্রীদের পাশাপাশি আমজনতাও। কারন বাস না চললে তাঁরা কর্মক্ষেত্রে যেতে অসুবিধার সন্মুখীন হবেন। লকডাউনের জেরে এমনিতেই ধাক্কা লেগেছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের রুটিরুজিতে। এবার আবারও ৩ দিনের জন্য বেসরকারি বাস বন্ধ থাকলে কিছুটা হলেও তাঁদেরই সমস্যায় পড়তে হবে।
আরও পড়ুন উঠল পর্দার আড়াল, নাম করে সরাসরি অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর
More News:
26th February 2021
দেখে নিন কবে রাজ্যের কোথায় নির্বাচন, রইল কেন্দ্রওয়াড়ি বিস্তারিত বিবরণ
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
বাংলায় বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে ফের ‘বিজেপি ঘনিষ্ঠ’ অজয় নায়েক
26th February 2021
26th February 2021
সায়নী-সুদেষ্ণার সঙ্গে বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, প্রার্থীপদ নিয়ে জল্পনা
26th February 2021
26th February 2021
26th February 2021
Leave A Comment