ভোটের আগে মমতার মাস্টারস্ট্রোক! কমছে পেট্রোল-ডিজেলের দর
Share Link:

নিজস্ব প্রতিনিধি: আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে নিত্যদিন মানুষকে ধাক্কা দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। তার জেরে বিপর্যস্ত দেশের অর্থনীতিও। ইতিমধ্যেই দেশে পেট্রোলের লিটার প্রতি দর ১০০ টাকা ছুঁয়ে ফেলেছে। দাম বেড়েছে ডিজেলের ও রান্নার গ্যাসেরও। তার জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধির জেরে হেঁশেলেও আগুন লেগেছে। এই রকম অবস্থায় বাংলার মানুষকে কিছুটা স্বস্তি দিতে বড়সড় পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এদিন মধ্যরাত্রি অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে রাজ্য সরকার কর বাবদ ১ টাকা করে কম নেবে। মানে আজ রাত ১২টার পর থেকে রাজ্যে ১টাকা করে হলেও কমতে চলেছে দর।
দেশে এখন নিত্যদিন বেড়েই চলেছে জ্বালানির দাম। তার জেরে কার্যত নাভিশ্বাস দশা আমজনতার। এই নিয়ে এখন নিত্যদিন বিজেপিকে রাজনৈতিক ভাবে আক্রমণ শানছে দেশের সব কটি বিরোধী রাজনৈতিক দলগুলি। পাল্টা বিজেপিও দাবি তুলেছে, রাজ্য সরকারগুলি কেন পেট্রোল ও ডিজেলের ওপর কর কমাচ্ছে না। বিজেপির সেই দাবি কার্যত থেঁতো করে দিতে এবার মক্ষম চাল দিয়েই দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে, এদিন রাত ১২টার পর থেকেই রাজ্যে পেট্রোল ও ডিজেলের দামের ওপর থেকে ১টাকা করে কম কর নেওয়া হবে। রাজ্য বিধানসভা নির্বাচন যখন দোরগড়ায় কড়া নাড়ছে তখন নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত আমজনতাকে কিছুটা হলেও রেহাই দেবে।
দেশে এখন নিত্যদিন বেড়েই চলেছে জ্বালানির দাম। তার জেরে কার্যত নাভিশ্বাস দশা আমজনতার। এই নিয়ে এখন নিত্যদিন বিজেপিকে রাজনৈতিক ভাবে আক্রমণ শানছে দেশের সব কটি বিরোধী রাজনৈতিক দলগুলি। পাল্টা বিজেপিও দাবি তুলেছে, রাজ্য সরকারগুলি কেন পেট্রোল ও ডিজেলের ওপর কর কমাচ্ছে না। বিজেপির সেই দাবি কার্যত থেঁতো করে দিতে এবার মক্ষম চাল দিয়েই দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে, এদিন রাত ১২টার পর থেকেই রাজ্যে পেট্রোল ও ডিজেলের দামের ওপর থেকে ১টাকা করে কম কর নেওয়া হবে। রাজ্য বিধানসভা নির্বাচন যখন দোরগড়ায় কড়া নাড়ছে তখন নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত আমজনতাকে কিছুটা হলেও রেহাই দেবে।
More News:
2nd March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
Leave A Comment