ভিক্টোরিয়ার জবাব কী কাল পুরশুড়ায়, মমতা পানে তাকিয়ে বাংলা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: উপলক্ষ্য ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালন। আয়োজন ছিল কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক। সেখানে প্রধান অতিথিই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমন্ত্রিত বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ সেই অনুষ্ঠানেই কিনা প্রধানমন্ত্রীর সামনেই চূড়ান্তভাবে অপমানিত করা হল বাংলার মুখ্যমন্ত্রীকে। বাংলা তো বটেই গোটা দেশও এই অপমান যে মুখ বুজে সইবে না সেটা ইতিমধ্যেই বেশ বোঝা গিয়েছে দেশের তাবড় তাবড় রাজনীতিবিদ থেকে বিশিষ্টজনেরা বিষয়টি নিয়ে মুখ খোলায়। গোটা ঘটনা নিয়ে বেশ চাপে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। অথচ মমতা নিজে আজ সারাদিন একটি শব্দও খরচ করেননি এই ঘটনা নিয়ে। না কোনও ফেসবুক পোস্ট, না কোনও ট্যুইট। অদ্ভূত ভাবে নীরব তিনি। এখন অনেকেই মনে করেছেন এই নীরবতা আসলে ঝড় ওঠার আগের শান্ত থমথমে দশা। আগামীকাল হুগলি জেলার আরামবাগ মহকুমার পুরশুড়ার সেকেন্দারপুরে সেই ঝড় উঠবে যখন হাতে মাইক তুলে নেবেন বাংলার অগ্নিকন্যা।
আগামীকাল পুরশুড়াতে রয়েছে মমতার সভা। অনেকেই মনে করছেন, ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে ভাবে অপমানিত হয়েছেন মমতা তা মুখ বুজে তিনি মেনে নেবেন না। তাঁর প্রথম প্রতিবাদ ধেয়ে আসবে এই পুরশুড়ার সভা থেকেই। এখান থেকেই তিনি ভিক্টোরিয়া নিয়ে আক্রমন শানাবেন গেরুয়া শিবিরকে। 'জয় শ্রীরাম' শ্লোগান দিয়ে বিজেপি কী ভুল করে ফেলেছে সেটা পুরশুড়া থেকেই বুঝিয়ে দেবেন মমতা। অনেকেই মনে করছেন ভিক্টোরিয়ায় গতকালের ঘটনাটি পরিকল্পিত ভাবেই ঘটানো হয়েছে গেরুয়া শিবিরের তরফে। মমতা নিজে এই নিয়ে এখনও একটি শব্দও খরচ করেননি। যা বলার তা তিনি সম্ভবত পুরশুড়ার সভা থেকেই বলবেন। কার্যত গেরুয়া শিবিরকে ধুয়ে দেবেন তিনি, এমনতাই মনে করছেন জোড়াফুলের কর্মী সমর্থকেরা। কয়েকদিন আগে চন্দননগরে সভা করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তিনি রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলে দিয়েছিলেন, ‘হুগলি জেলায় তৃণমূল শূন্য পাবে’। সেই চ্যালেঞ্জেরও মমতা কী জবাব দেন সেই দিকেও তাকিয়ে থাকবেন জেলাবাসী।
আগামীকাল পুরশুড়াতে রয়েছে মমতার সভা। অনেকেই মনে করছেন, ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে ভাবে অপমানিত হয়েছেন মমতা তা মুখ বুজে তিনি মেনে নেবেন না। তাঁর প্রথম প্রতিবাদ ধেয়ে আসবে এই পুরশুড়ার সভা থেকেই। এখান থেকেই তিনি ভিক্টোরিয়া নিয়ে আক্রমন শানাবেন গেরুয়া শিবিরকে। 'জয় শ্রীরাম' শ্লোগান দিয়ে বিজেপি কী ভুল করে ফেলেছে সেটা পুরশুড়া থেকেই বুঝিয়ে দেবেন মমতা। অনেকেই মনে করছেন ভিক্টোরিয়ায় গতকালের ঘটনাটি পরিকল্পিত ভাবেই ঘটানো হয়েছে গেরুয়া শিবিরের তরফে। মমতা নিজে এই নিয়ে এখনও একটি শব্দও খরচ করেননি। যা বলার তা তিনি সম্ভবত পুরশুড়ার সভা থেকেই বলবেন। কার্যত গেরুয়া শিবিরকে ধুয়ে দেবেন তিনি, এমনতাই মনে করছেন জোড়াফুলের কর্মী সমর্থকেরা। কয়েকদিন আগে চন্দননগরে সভা করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তিনি রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলে দিয়েছিলেন, ‘হুগলি জেলায় তৃণমূল শূন্য পাবে’। সেই চ্যালেঞ্জেরও মমতা কী জবাব দেন সেই দিকেও তাকিয়ে থাকবেন জেলাবাসী।
More News:
7th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
Leave A Comment