এই মুহূর্তে




৩৫ বছর পর স্ত্রীকে ফেলে চলে যাওয়া করিম বাড়ি ফিরলেন SIR ‘ র নথির খোঁজে

নিজস্ব প্রতিনিধি,ভগবানগোলা: বউকে ফেলে পালানো স্বামী এসআইআরের সৌজন্যে নথির টানে ৩৫ বছর পর ঘরে ফিরলেন। তিনি নিরুদ্দেশ ছিলেন প্রায় তিন দশক। পরিবার অনেক খোঁজাখুঁজি করেছিল। কিন্তু তার হদিস পায়নি। পরিবারের লোকজন ধরে নিয়েছিলেন শেখ করিম(Sk.karim) আর ফিরবেন না। স্ত্রী স্বামীকে মৃত দেখিয়ে দরকারি নথি তৈরিও করে নিয়েছেন। তার বিয়ে হয়ে গেছে অন্যত্র। কিন্তু সোমবার সন্ধ্যায় অপ্রত্যাশিতভাবে আচমকা নিজের বাড়িতে ফিরে এলেন করিম। ৩৫ বছর পর বাড়ি ফিরলেন এসআইআর এর দরুন নথির টানে।

এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় ভগবানগোলা থানা এলাকার হাবাসপুর খাস মহল গ্রামে(Khasmahal Village)। ৬০ বছরেরও বেশি বয়সী করিম হাওড়ার উলুবেড়িয়ায়(Ulaberia) ছিলেন। সেখানে নতুন সংসার পেতেছেন। সুখেই কাটছিল জীবন। কিন্তু রাজ্যে এস আই আর ঘোষণা হতে যাচ্ছে এ কথা জানতে পেরেই তাতে ছন্দপতন ঘটে। মঙ্গলবার থেকে রাজ্য এস আই আর শুরু হচ্ছে। প্রয়োজনীয় নথি যোগাড় করতে গ্রামের বাড়িতে তাই তিনি ফিরে এসেছেন।

নথি না দেখালে হয়তো ভোটের তালিকা থেকে তার নাম বাদ চলে যাবে তাই তিনি গ্রামের বাড়িতে এসেছেন নথি নিতে। বড় ভাই করিম বাড়ি ফিরে আসায় খুশি তার ভাইয়েরা। ভাই কুদ্দুস শেখ বলেন দাদাকে ৩০ বছর পর দেখে আমি ভীষণ খুশি। ভেবেছিলাম আর কোনদিন দেখা হবে না। দাদা যে জীবিত সেই প্রমাণ আজ প্রশাসন করে দিল। দাদার এই ফিরে আসার জন্য ভাই ধন্যবাদ জানাচ্ছে এস আই আর কে(SIR)।চারদিকে যখন এস আই আর আতঙ্ককে ঘিরে একের পর এক ব্যক্তির মৃত্যু হচ্ছে। কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। সেই সময় মুশিদাবাদ জেলার ভগবানগোলায়(Bhagabangola) শেখ করিমের বাড়ি ফিরে আসার ঘটনায় আনন্দে মশগুল সকলে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ