এই মুহূর্তে




গঙ্গায় মাছ ধরতে গিয়ে তোলা না দেওয়ায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত জেলে

নিজস্ব প্রতিনিধি, ভুতনী: গঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে নদীর মধ্যেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক জেলে। নদীতে মাছ ধরতে গেলে দিতে হবে তোলা এমনই গুরুতর অভিযোগ। বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ জেলেকে।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার ভূতনী থানার (Bhutni P.S.)বাগডোগরা এলাকায় গঙ্গা নদীর মধ্যে।ঘটনার সূত্রে জানা যায় স্থানীয় যুবক বিষ্ণু মাহাতো একজন মৎস্যজীবী। নদীতে মাছ ধরে দিন যাপন করেন। অভিযোগ রবিবার ভোর রাতে স্থানীয় গঙ্গা নদীতে নিজের নৌকা নিয়ে মাছ ধরতে যায়। সেই সময় অন্য একটি নৌকাতে বেশ কিছু দুষ্কৃতী তার নৌকা থামিয়ে তার কাছে জোরপূর্বক টাকা চাই।। তোলা না দিলে নদীতে মাছ ধরতে দিবে না এমন হুমকি দেয়।

এরপরই ওই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বন্দুক ও ধারালো অস্ত্র দিয়েও মারধর করেছে বলে অভিযোগ করেন এই আহত যুবক। বিষ্ণু মাহাতো (Bishnu Mahato)নামের ওই যুবক দুষ্কৃতীদের হাত থেকে কোনরকম প্রানে বেছে গ্রামে ও পরিবারের লোককে ঘটনা জানাই এর পরেই তড়িঘড়ি ওই যুবককে ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়। আহত যুবকের বাড়ি ভূতনি থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঘেধনটোলা গ্রামে। মারধরের পর ওই মৎস্যজীবীর মাছ ধরার জাল সহ অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ।

ঘটনায় বেশ কিছু দুষ্কৃতীদের নামে ভূতনি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে আহত যুবকের পক্ষ থেকে।নদীর মধ্যে মাছ ধরতে গিয়ে দুষ্কৃতীদের ট্যাক্স বা তোলা দেওয়ার ঘটনা যাতে বন্ধ হয় এমনই দাবি তুলেছে আহত যুবক এবং তার পরিবারের লোকজন। পুলিশ যাতে ঘটনার সঠিক তদন্ত করুক এমনটা দাবি জানাচ্ছে তারা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ