23ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:43 am
নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে ১০০ দিনের কাজ(100 Days Work Project) নিয়ে দুর্নীতির অভিযোগ বিস্তর। কোথাও দেখা যাচ্ছে কাজ না করেই খাতায় কলমে কাজ দেখিয়ে টাকা বাগিয়ে নেওয়া হয়েছে, আবার কোথাও ভুয়ো নামের তালিকায় টাকা বাগিয়ে নেওয়া হয়েছে। সেই সব দুর্নীতির জেরেই মাঝখানে মোদি সরকার(Modi Government) বাংলার জন্য বরাদ্দ থাকা ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে দিয়েছিল। যদিও আস্তে আস্তে তা চলতি বছরের শেষ দিকে দিয়ে দেওয়াও হয়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক(Panchayat and Rural Development Ministry) অবশ্য এই ধরনের দুর্নীতি ঠেকাতে আগেই এই প্রকল্পে অংশগ্রহণকারীদের পরিচিতি ও উপস্থিতি দুটি ক্ষেত্রেই বায়োমেট্রিক পদ্ধতি লাগু করেছিল। কিন্তু তা বাধ্যতামূলক করা ছিল না। কিন্তু বুধবার গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়ে দিল আগামী ১ জানুয়ারি থেকেই দেশের সব রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পের ক্ষেত্রে শ্রমিকদের উপস্থিতি কেন্দ্রীয় অ্যাপের মাধ্যমে করতে হবে। তবেই মিলবে পারিশ্রমিক। কেন্দ্রীয় সরকারের ‘ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম’(NMMS) অ্যাপের মাধ্যমেই বায়োমেট্রিক উপস্থিতি(Biometric Attendence) দিতে হবে। খাতায় লিখে হাজিরা দিলে তা আর গণ্য করা হবে না।
আরও পড়ুন দার্জিলিঙ পুরসভার রাশ অনীত থাপার হাতে, আস্থা ভোটে হার হামরো পার্টির
১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতি ঠেকাতে কেন্দ্রীয় সরকার আগেই বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা লাগু করে দিয়েছিল। কিন্তু বাধ্যতামূলক করার ক্ষেত্রে চাপ দেয়নি কেন্দ্রীয় সরকার। বরং বিষয়টিকে ঐচ্ছিক রাখা হয়েছিল। কিন্তু এ বার আর ওই বিষয়টিকে ঐচ্ছিক করে রাখতে নারাজ কেন্দ্রীয় সরকার। কারণ, কেন্দ্রীয় ১০০ দিনের কাজ নিয়ে প্রচুর অভিযোগ আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কোথাও ভুয়ো জব কার্ড তৈরি, কোথাও শ্রমিকদের বেতন থেকে কাটমানি নেওয়া, কোথাও উপস্থিতি না দিয়েই শ্রমিকদের বেতন পাওয়ার অভিযোগ উঠেছিল। কোথাও আবার একই কাজ দেখিয়ে বার বার করে বেতন নেওয়ার মতো অভিযোগও জমা পড়েছে গ্রামোন্নয়ন মন্ত্রকে। তাই আর দেরি করতে নারাজ কেন্দ্রীয় সরকার। ফলে আগামী নতুন বছরের প্রথম দিন থেকেই ১০০ দিনের কাজে বায়োমেট্রিক উপস্থিতি বাধ্যতামূলক করা হল। শুধু বাংলা নয়, দেশের সব রাজ্যকে এ বিষয়ে চিঠি দিয়ে সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেই মতো রাজ্য সরকারকেও এবারে বিডিও অফিসগুলিতে কাজ শুরু করতে বলতে হবে।