-273ºc,
Saturday, 3rd June, 2023 3:58 am
নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি রাষ্ট্রপতি (PRESIDENT) নিয়ে বাজে মন্তব্য করেছেন কারামন্ত্রী অখিল গিরি। সেই মন্তব্যের কড়া সমালোচনা করে তৃণমূল কংগ্রেস। বলা হয়, অন্যায় কথা বলেছেন ওঁ। এই মন্তব্য দলের নয়। আরও বলা হয়, দল এই মন্তব্য সমর্থন করে না। অখিল গিরির মন্তব্যের প্রতিবাদ করেন সবুজ শিবিরের একের পর এক নেতা এবং কর্মী। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের দুই আদিবাসী মন্ত্রী।
কারামন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন নারী এবং শিশু বিকাশ মন্ত্রী শশী পাঁজা, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ শান্তনু বসু, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ প্রমুখ।
আরও পড়ুন: রাষ্ট্রপতি ইস্যুতে মুখ খুললেন নারী ও শিশু বিকাশ মন্ত্রী শশী পাঁজা
খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি অখিল গিরির মন্তব্যের সমালোচনা করে রবিবার বলেন, কারামন্ত্রী যা বলেছেন তা অত্যন্ত অন্যায়। কারও রূপ এবং জাত নিয়ে এমন মন্তব্য করা ঠিক নয়। আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদাও কারামন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে এইদিন বলেন, রূপ এবং জাতি নিয়ে মন্তব্য সমর্থনযোগ্য নয়। তা অন্যায়। রাজনীতি যারা করেন তাঁরা কোনও মন্তব্য করার আগে সচেতন থাকতে হবে।
তবে তৃণমূলের পক্ষ থেকে প্রশ্নও তোলা হয়েছে। বলা হয়েছে, প্রধানমন্ত্রী যখন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে যে ভাবে ‘দিদি, ও দিদি’ বলে মন্তব্য করেছেন তার প্রতিবাদ তখন হয়নি কেন? প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা যখন মুখ্যমন্ত্রীকে ‘বেগম’ সহ একাধিক বিশেষণ ব্যবহার করে আক্রমণ করেন তখন তার প্রতিবাদ হয়নি কেন?
নিজের বক্তব্যের পরে ক্ষমা চেয়েছেন কারামন্ত্রীও। তিনি বলেছেন, এমন মন্তব্য করে তিনি ঠিক করেননি। এও বলেছিলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অখিল গিরিকে নিয়ে এই ধরণের মন্তব্য বারবার করেছেন। তা সহ্য করতে না পেরে দীর্ঘ তিন মাস পরে তিনি এই কথা উদাহরণ স্বরূপ বলে ফেলেছিলেন। এরপরে বলেন, তা করে তিনি ঠিক করেননি আদৌ। নিজের বক্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন মন্ত্রী।