এই মুহূর্তে




রণক্ষেত্র কোচবিহারের তুফানগঞ্জ, বিজেপি ও তৃণমূলের মধ্যে তুমুল সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, তুফানগঞ্জ:রণক্ষেত্র কোচবিহারের তুফানগঞ্জ । তুমুল উত্তেজনা।একাধিক বিজেপি কার্যালয়ে হামলা তৃণমূলের, ইট বৃষ্টি।পুলিশের সামনেই ঘটছে এই ঘটনা।আহত কয়েকজন বিজেপি নেতা কর্মী।আজ বিজেপির ডেপুটেশন কর্মসুচি ছিলো।হামলার সময় কার্যালয়ে ছিলেন মালতী রাভা।তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, বিধায়ক এলাকায় আসেন না। বিভিন্ন জায়গায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে বিজেপি। উত্তরবঙ্গের লাগাতার জনতার ক্ষোভের মুখে বিজেপি। সপ্তাহের প্রথম দিনে কোচবিহারের তুফানগঞ্জ উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে প্রবল উত্তেজনা দেখা দেয়। পুলিশের সামনেই বিজেপি কর্মী এবং সমর্থকদের মারধর করে তৃণমূল এমনটাই অভিযোগ। তুফানগঞ্জ (Tufanganj)এর বিজেপি বিধায়ক মালতী রাভা রায় তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা।

সোমবার দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা নিয়ে তুফানগঞ্জ থানা ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক (BJP MLA)মালতী রাভা রায়। বিজেপি কার্যালয়ের সামনেই আছে কিছু বসেন গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল। একে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীদের মারধর করে তৃণমূল। পুলিশের সামনেই বিজেপি নেতা নিখিল ডাকুয়া সহ অন্যান্য নেতাদের মারধর করা হয় দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।

উত্তেজনার দরুন তুফানগঞ্জ এর রাস্তা বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে পাঁচ অক্টোবর দুর্যোগ-বলিত নাগরা কাটা পরিদর্শনে গিয়ে মালদার উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ হামলার শিকার হন। লাঠি জুতো নিয়ে বিজেপি নেতাদের ওপর হামলা হয় তাদের গাড়ি থেকে নামতেই তাদের লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। রক্তাক্ত হন বিজেপি সাংসদ ।ইটের আঘাতে খগেন মুর্মু র চোখের নিচের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শংকর ঘোষ অবশ্য ছাড়া পেয়েছেন পরে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

সাতসকালে জলপাইগুড়ি থেকে উঁকি ঘুমন্ত বুদ্ধের, উচ্ছ্বসিত পর্যটকেরা

SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে ৩ মামলার শুনানি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ