27ºc, Haze
Sunday, 14th August, 2022 12:01 am
নিজস্ব প্রতিনিধি: তৃণমূল (TMC) নেতার গাড়িতে বোমাবাজির (BOMB) অভিযোগ। অনবরত হামলার অভিযোগ। অভিযোগের তির বিজেপির (BJP) দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। দেখা গিয়েছে আতঙ্ক। মুর্শিদাবাদ জেলার ঘটনা।
মঙ্গলবার বোমাবাজির অভিযোগ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির গাড়িতে। গাড়িতে বোমাবাজি করার পর ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। আরও অভিযোগ, মুহুর্মুহু করা হয় হামলা। আক্রান্ত তৃণমূল নেতার নাম গৌতম ঘোষ।
অভিযোগ, পদ্মশিবিরের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (POLICE)। এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও চাঞ্চল্য। ঘটনার প্রতিবাদে সরব জোড়াফুল শিবির। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। এলাকার পরিস্থিতি অশান্ত করতেই বিজেপি এই কাজ করেছে বলে অভিযোগ, জোড়াফুল শিবিরের। অভিযোগ, বারবার আক্রমণ করা হয় তৃণমূলকে।
ছবি: প্রতীকী