এই মুহূর্তে

প্রয়াত তৃণমূল বিধায়কের ছবি নিয়ে প্রচারে বিজেপি, দায়ের এফআইআর

নিজস্ব প্রতিনিধি, খড়দা: প্রচার করছে বিজেপি, অথচ সেখানে ব্যবহার করা হচ্ছে প্রয়াত তৃণমূল বিধায়ক কাজল সিনহার ছবি। এই অভিযোগে এবার খড়দার বিজেপি প্রার্থী জয় সাহার বিরুদ্ধে এফআইআর করলেন কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস পৃথক পদক্ষেপ করবে বলেও সূত্রের খবর।

দ্বাদশী দিন অর্থাৎ গত রবিবার আচমকাই প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন উপনির্বাচনের বিজেপি প্রার্থী জয় সাহা। সৌজন্য বিনিময় করেন কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা। তাঁর অনুমতি নিয়েই প্রয়াত বিধায়কের ছবিতে মাল্যদান করেছিলেন। তা নিয়ে জল্পনা শুরু হতেই সাফাই দিয়েছিলেন নন্দিতা। স্পষ্ট করে জানিয়েছিলেন, ‘বিরোধীদের সঙ্গে সৌজন্য রেখে রাজনীতি করাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, এটাই দিদির শিক্ষা।’ কিন্তু সৌজন্যতাকে ব্যবহার করেই যে বিজেপি প্রচার চালিয়ে যাবে তা বুঝে উঠতে পারেননি তিনিও।

অভিযোগ, অনুমতি ছাড়া কাজল সিনহার ছবি ব্যবহার করে বিজেপি সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছে। তৃণমূল নেত্রী তথা মৃত কাজল সিনহা স্ত্রী নন্দিতা সিনহার কথায়, ‘আমার প্রয়াত স্বামীর নাম নিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি। আমি থানায় অভিযোগ করেছি। আমার অনুমতি নেয়নি। এই প্রচারে আমার প্রয়াত স্বামীর সম্মানহানি করা হয়েছে।’ পাশাপাশি কী পদক্ষেপ গ্রহণ করা হবে, তা দলের তরফে পৃথক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন খড়দা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তিনি জেলাশাসক সুমিত গুপ্তাকে অভিযোগ জানিয়েছেন।

ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি গোটা ঘটনার নিন্দা করে জানান, ‘কাজল সিনহার ছবি নিয়ে প্রচার করছে বিজেপি। এটা নিম্নমানের রাজনীতি করা হচ্ছে। কাজল সিনহার পরিবার আসলে তৃণমূলের। ওর স্ত্রী আজ অভিযোগ করেছে। আসলে হালে পানি না পেয়ে এই সব করে বেড়াচ্ছে।’ যদিও বিজেপি প্রার্থী জয় সাহার বক্তব্য, ‘রাজনৈতিক সৌজন্যের জন্য কাজল সিনহার ছবি ব্যবহার করেছি। রাজনৈতিক কোনও উদ্দেশ্য নেই।’ কিন্তু অন্য দলের জয়ী বিধায়কের ছবি কোন সৌজন্যবোধে প্রচারে ব্যবহার করা হবে? এই প্রশ্ন তুলছেন খড়দার বাসিন্দারাই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্বাচন কমিশনকে ‘মেসো’ বলে কটাক্ষ দিলীপের

দইয়ের পর এবার হুগলীর ঘুগনিতে মুগ্ধ রচনা, খেলেন আবার খাওয়ালেনও

‘ভগবানের’ প্রার্থীপদ খারিজের দাবি তৃণমূলের, নেপথ্যে মৃত্যু কামনা

ভাটপাড়া থেকে নিখোঁজ ছাত্রীকে বিধাননগর স্টেশন থেকে উদ্ধার করল পুলিশ

হরিশচন্দ্রপুরের জমির সমস্যাকে কেন্দ্র করে দুষ্কৃতী হামলা ,এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর