-273ºc,
Friday, 2nd June, 2023 9:01 pm
নিজস্ব প্রতিনিধি: হাঁটুর বয়সী মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে ভাইরাল হলেন বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়ায় সেই চ্যাটের স্ক্রিনশট ছড়িয়ে পড়তেই বইছে সমালোচনার ঝড়। ধূপগুড়ির চায়ের দোকান কিংবা পাড়ার মোড়ে গত রবিবার রাত থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বিজেপি নেতা ‘মানিক কাকু’।
সোশ্যাল মিডিয়ায় তরুণীর সঙ্গে বিজেপি নেতার কথোপকথনের ওই স্ক্রিনশট ভাইরাল হতেই বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। ধূপগুড়ি ব্লকের শালবাড়ি সোনাতলা হাট সংলগ্ন এলাকার ঘটনা।
জানা গিয়েছে, প্রথমে তরুণী বিষয়টি নিজের মধ্যেই রেখেছিলেন। পরবর্তীতে তরুণী বিষয়টি তাঁর এক বন্ধুকে জানিয়েছিলেন। এরপর তরুণীর বন্ধুরা তাঁর সঙ্গে বিজেপি নেতার কথোপকথনের সেই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন।
এদিকে বিজেপি (BJP) নেতা তরুণীর বন্ধুকে ফোন করে সোশ্যাল মিডিয়া থেকে ওই পোস্ট ডিলিট করে দেওয়ার অনুরোধ করেন। এমনকি বিষয়টি বসে মিটিয়ে নেওয়া হবে বলেও তরুণীর বন্ধুকে জানান। এদিকে তাঁদের দুজনের ফোনে কথা বলার একটি অডিও ক্লিপও ভাইরাল হয়ে যায়। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে’ সংবাদ মাধ্যম।
জলপাইগুড়ি জেলা বিজেপি’র ওবিসি মোর্চার জেলা সভাপতি মানিক দেবনাথ। তাঁরই বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পার্শ্ববর্তী এলাকার এক কলেজ পড়ুয়া তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয় তাঁর। তরুণীকে তাঁর ভালো লেগেছে জানিয়ে তিনি বলেছিলেন, ওই তরুণীর সঙ্গে সামনাসামনি দেখা করতে চান।
এদিকে বিজেপি নেতার এই ‘কাণ্ড’কে হাতিয়ার করেছে তৃণমূল। সবুজ শিবিরের তরফ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।