'হেঁটে চমকাতে এলে খাটে শুয়ে ফিরতে হবে', বিস্ফোরক মন্তব্য রাজুর
Share Link:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্যের নেতা-নেত্রীদের বাক্য বিনিময় দেখে অবাক হচ্ছেন সকলেই। লাগামছাড়া আক্রমণ, শালিনতার বিন্দুমাত্র নেই, এমনকি নূন্যতম সৌজন্যতা হারিয়েছেন বর্তমানের রাজনৈতিক নেতারা। শাসক হোক কিংবা বিরোধী রাজনীতির বর্তমান রাজনীতির ময়দানে চোখা চোখা মন্তব্যই আসল।
আর সেই পথেই হেঁটেছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। উত্তেজনা মূলক বক্তব্য রাখাতে তাঁর জুরি মেলাভার। এবার রাজ্যের শাসকদলের শ্লোগান চুরি করেই নতুন বক্তব্য রাখলেন রাজু। মঙ্গলবার দুর্গাপুরের 'চায় পে চর্চা' অনুষ্ঠানে গিয়ে রাজু জানান, 'ভয়ঙ্কর খেলা হবে। ডাং আর গুলির খেলা হবে। ডাংগুলি খেলা হবে। হেঁটে চমকাতে এলে খাটে শুয়ে ফিরতে হবে।' কার্যত বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলের কায়দায় কড়া ভাষায় হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা রাজু।
মূলত তৃণমূল কংগ্রেসের মুখে মুখে ঘুরতে থাকা 'খেলা হবে' শ্লোগান এবার বিজেপি নেতাদের মুখে দেখেই ধন্দে সাধারণ মানুষ। এদিন দুর্গাপুরে গিয়ে নির্বাচনে রাজ্যের শাসকদলের নেতাদের বার্তা দিতে গিয়েই এই মন্তব্য করায় রাজুর বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের নেতৃত্বরা।
তবে বিজেপির নেতাদের মুখে 'খেলা হবে' শ্লোগান নতুন নয়। এর আগেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুদের মুখে 'খেলা হবে' শ্লোগান বলতে শোনা যায়। তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডল জানান, 'খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে'। যদিও এদিন রাজুর বক্তব্যের পাল্টা দিয়েছে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল নেতৃত্ব।
আর সেই পথেই হেঁটেছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। উত্তেজনা মূলক বক্তব্য রাখাতে তাঁর জুরি মেলাভার। এবার রাজ্যের শাসকদলের শ্লোগান চুরি করেই নতুন বক্তব্য রাখলেন রাজু। মঙ্গলবার দুর্গাপুরের 'চায় পে চর্চা' অনুষ্ঠানে গিয়ে রাজু জানান, 'ভয়ঙ্কর খেলা হবে। ডাং আর গুলির খেলা হবে। ডাংগুলি খেলা হবে। হেঁটে চমকাতে এলে খাটে শুয়ে ফিরতে হবে।' কার্যত বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলের কায়দায় কড়া ভাষায় হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা রাজু।
মূলত তৃণমূল কংগ্রেসের মুখে মুখে ঘুরতে থাকা 'খেলা হবে' শ্লোগান এবার বিজেপি নেতাদের মুখে দেখেই ধন্দে সাধারণ মানুষ। এদিন দুর্গাপুরে গিয়ে নির্বাচনে রাজ্যের শাসকদলের নেতাদের বার্তা দিতে গিয়েই এই মন্তব্য করায় রাজুর বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের নেতৃত্বরা।
তবে বিজেপির নেতাদের মুখে 'খেলা হবে' শ্লোগান নতুন নয়। এর আগেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুদের মুখে 'খেলা হবে' শ্লোগান বলতে শোনা যায়। তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডল জানান, 'খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে'। যদিও এদিন রাজুর বক্তব্যের পাল্টা দিয়েছে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল নেতৃত্ব।
More News:
26th February 2021
দেখে নিন কবে রাজ্যের কোথায় নির্বাচন, রইল কেন্দ্রওয়াড়ি বিস্তারিত বিবরণ
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
বাংলায় বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে ফের ‘বিজেপি ঘনিষ্ঠ’ অজয় নায়েক
26th February 2021
26th February 2021
সায়নী-সুদেষ্ণার সঙ্গে বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, প্রার্থীপদ নিয়ে জল্পনা
26th February 2021
26th February 2021
26th February 2021
Leave A Comment