27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:09 pm
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুজোর পরে গ্রামের বাড়িতে বিজয়া সারতে গিয়েছিলেন কলকাতার ব্যবসায়ী। সঙ্গে ছিলেন এক বন্ধু, গাড়ির চালক ও এক রাঁধুনী। কিন্তু সেই গ্রামের বাড়িতেই শুক্রবার রাতে খুন হয়ে গেলেন সেই ব্যবসায়ী। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সুপারি কিলার দিয়ে গুলি করে খুন করা হয়েছে তাঁকে। গোটা ঘটনায় সব থেকে সন্দেহজনক হয়ে উঠেছে ওই ব্যবসায়ীর গাড়ির চালকের ভূমিকা। তবে ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই গাড়ির চালক ছাড়াও আটক করেছে নিহত ব্যবসায়ীর বন্ধু ও ঘটনার সময় উপস্থিত থাকা রাঁধুনীকেও। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ সদর মহকুমার রায়না থানার দরিয়াপুর গ্রামে।
জানা গিয়েছে, কলকাতার জোড়াবাগান থানা এলাকার বাসিন্দা তথা পেশায় হার্ডওয়ারের ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল(৩৭) শুক্রবার সন্ধ্যায় রাজবীর সিং নামে এক বন্ধুকে সঙ্গে নিয়ে বর্ধমানের রায়নায় গ্রামের বাড়িতে যান। সঙ্গে ছিলেন তাঁর গাড়িচালক এবং এক রাঁধুনীও। সব্যসাচী গ্রামে পৌঁছাতেই তাঁর গ্রামের বন্ধুরাও বাড়িতে হাজির হয়েছিল। তার জেরে ছাদেই শুরু হয়েছিল পিকনিক। কিন্তু এখন অভিযোগ উঠেছে গ্রামের একটি জমি নিয়ে সেই সময় বচসা বাঁধে গ্রামের বন্ধুদের সঙ্গে সব্যসাচীর। তারই মাঝে আচমকাই সব্যসাচীর গাড়িচালক ছাদে দৌড়ে আসেন ও বলেন, গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা সব্যসাচীকে ডাকছেন। তার জেরেই ছাদ থেকে নিচে নামেন সব্যসাচী। এরপরই গুলির শব্দ পাওয়া যায়। ছাদ থেকে তড়িঘড়ি সকলে নিচে নেমে দেখেন রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছেন সব্যসাচী।
এরপরেই রক্তাক্ত অবস্থায় সব্যসাচীকে উদ্ধার করে সকলে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থা ক্রমশ আশঙ্কাজনক হয়ে ওঠায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে তাতেও শেষরক্ষা হয়নি। রাতেই মারা যান সব্যসাচী। ঘটনার জেরে পুলিশ হাসপাতালে এসে সব্যসাচীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে তদন্তে নেমে রায়না থানার পুলিশ ওই সব্যসাচীর গাড়িরচালক, রাঁধুনী এবং বন্ধু রাজবীর সিংকে আটক করে। ঠিক কী ঘটেছিল, তা জানতে ওই তিনজনকে জেরা করা হচ্ছে এখন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে সব্যসাচীকে। কিন্তু ঠিক কী কারণে খুন করা হল তাঁকে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ওই তিনজনকে জেরা করে ব্যবসায়ীকে খুনের ঘটনার কিনারা করা সম্ভব হবে বলেই মনে করছেন তদন্তকারীরা।