এই মুহূর্তে




বুনিয়াদপুর এলাকায় চরম উদ্দীপনার মধ্যে দিয়ে এই প্রথম রথযাত্রার সূচনা হল




নিজস্ব প্রতিনিধি, বুনিয়াদপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত জোড়দীঘি দাশুল ২নং ব্রজপল্লবপুর গ্রাম পঞ্চায়েতের(Brajapallabpur Panchayet) এই দাশুল গ্রামে এ বছর প্রথম দাশুল উত্তর লক্ষীপুর রথ কমিটির উদ্যোগে রথযাত্রার সূচনা হল। কমিটির তরফে জানানো হয়েছে রথ বানাতে আনুমানিক প্রায় ২ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। লোহার কাঠামতে তৈরি করা হয়েছে এই রথ। শুক্রবার সকাল থেকেই এই রথ কমিটির রথ যাত্রার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, বংশীহারি পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, ব্লক উন্নয়ন সমষ্টি উন্নয়ন আধিকারিক  সুব্রত বাউল।

বংশীহারী দাশুল উত্তর লক্ষীপুর রথযাত্রা কমিটির উদ্যোগে দাশুল এলাকার মানুষদের জন্য প্রসাদের আয়োজন করা হয়। সহজসাধিক মানুষ প্রসাদ পান। পাশাপাশি এই উত্তর লক্ষীপুর এলাকার এই রথযাত্রাকে কেন্দ্র করে ৮ থেকে ৮০ সকলে মেতে উঠেছেন। বিডিও(BDO) সুব্রত বাউলের হাত ধরেই এই দাশুল উত্তর লক্ষীপুর এলাকায় রথযাত্রার শুভ সূচনা হয়। এই রথযাত্রাকে কেন্দ্র করে দাশুল উত্তর লক্ষ্মীপুর এলাকায় মেলা বসেছে। পাশাপাশি সমস্ত এলাকার মানুষ সহ বুনিয়াদপুরে প্রচুর মানুষ এই মেলা ও রথযাত্রায় উপস্থিত হয় এবং রথের দড়ির টেনে নিজেদের পুণ্য কামনা করেন উপস্থিত ভক্তরা।

রথযাত্রা কমিটির তরফে জানানো হয়েছে আগামী বছর আরো নতুনভাবে ও আরো অনেক কিছু সংযোজিত করা হবে দাশুল উত্তর লক্ষীপুর এই রথযাত্রার কমিটির তরফে। আর তারই অপেক্ষায় জোড়দিঘী দাশুল উত্তর লক্ষীপুরের বাসিন্দারা। পাশাপাশি এদিন রথ যাত্রার মেলাতে উপস্থিত সকলকে গরম জিলিপি ও পাপড় খেতে দেখা যায়। রথযাত্রা মেলাকে কেন্দ্র করে সকলেই মেতে উঠেছে আনন্দে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

বুধবারের ‘কর্মনাশা’ ধর্মঘট নিয়ে কড়া রাজ্য, অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন

রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হলেন সিদ্ধিনাথ গুপ্তা, সরলেন জ্ঞানবন্ত সিং

ভুয়ো আইপিএস পরিচয় দিয়ে লাগাতার প্রতারণা, ঠাঁই হল শ্রীঘরে

১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীকে মেসেজ! মোবাইল ট্র্যাক করে উদ্ধার অপহৃত শিক্ষক

নিবেদিতা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা গার্ড রেলে, রাস্তায় ছিটকে পড়লেন যাত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ