এই মুহূর্তে




নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয় পত্র তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং: দক্ষিণ ২৪ পরগনা জেলায় ক্যানিংয়ের নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয় পত্র তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের(Bangladeshi Yubak) বিরুদ্ধে।প্রশাসনে অভিযোগ নকল বাবার।বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন এক যুবক। শফিক গাজি নামে ঐ যুবক বাংলাদেশি হলেও বর্তমানে তাঁর এদেশের ভোটার কার্ড, আঁধার কার্ড সবই তৈরি হয়েছে। সমস্ত পরিচয় পত্রে তাঁর স্ত্রীর কাকা জয়নাল গাজীকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন সফিক। বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে থানা ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন নকল বাবা বৃদ্ধ জয়নাল গাজী(Jaynal Gazi)।ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামের(Dumki Village) ঘটনা।

দিল্লিতে সালেমা গাজীর সাথে পরিচয় হয় শফিকের(Safik)।বাংলাদেশ থেকে এসে দিল্লিতেই থাকতো শফিক। সালেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ক্যানিংয়ে চলে আসে সে। সেখানে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকে সফিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালেমার কাকা জয়নাল গাজির পরিচয় পত্র ভাঁড়িয়ে তাঁকে বাবা সাজিয়ে নিজের ভোটার কার্ড ও আঁধার কার্ড তৈরি করেছে সফিক। বছর খানেক আগে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন জয়নাল।ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কোন লাভ হয়নি।

এস আই আর আবহে রাজ্য জুড়ে ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোরজোড় শুরু হতেই ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জয়নাল। নির্বাচন কমিশনে নতুন করে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দফতরেও অভিযোগ জানিয়েছেন তিনি। এই ঘটনার পর থেকে শফিক গাজি গা ঢাকা দিয়েছেন। যদিও তাঁর স্ত্রী সালেমা গাজী দাবি করেছেন, জয়নাল গাজীই সফিকের বাবা। সম্পত্তি নিয়ে বিবাদের জন্য মিথ্যা অভিযোগ করছেন তিনি । পুলিশ ঘটনার তদন্ত করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইসলামপুরে স্বামীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীর বিরুদ্ধে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

বিনা হেলমেটে কৈখালিতে স্কুটির চাকা পিছলে গেলে কোলের বাচ্চাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল মায়ের

বিহারের ফলাফল দেখে যারা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াচ্ছেন , এত বাড়াবাড়ির প্রয়োজন নেই, মন্তব্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

‘মমতা ছিলেন, আছেন এবং থাকবেন’, বিহারের ফলকে গুরুত্ব দিতে নারাজ ফিরহাদ

দিল্লির সুলতানপুরী গ্যাং- এর মাস্টারমাইন্ড সহ তিন দুষ্কৃতী সাঁতরাগাছিতে গ্রেফতার

নিউটাউনে পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ আগুন, মাঝরাস্তায় জ্বলছে ট্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ