এই মুহূর্তে




সিবিএসইতে অকৃতকার্য হতেই আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পড়ুয়া




নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: সিবিএসইতে অকৃতকার্য হতেই আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পড়ুয়া। । মৃত ছাত্রের নাম ঋষিরাজ কেশরী (Rishiraj Keswari)(১৮)। দুর্গাপুরের রাজবাঁধের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া ছিল সে। মৃতের বাড়ি দুর্গাপুরের কোকওভেন থানার সুকান্ত পল্লী(Sukantapally) এলাকায়। প্রতিবেশী সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও বাবা সন্তোষ কেশরী হোটেলের কাজে গিয়েছিলেন, মা তিনিও কাজে গিয়েছিলেন। এইদিন সিবিএসসি(CBSE) বোর্ডের উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের হয়। ফলাফল প্রকাশের পর যখন দেখে সে অকৃতকার্য হয়েছে তারপরেই কাউকে কিছু না বলে বাড়ির ভেতর ঢুকে যায় সে। জানালার ফাঁক থেকে প্রতিবেশীদের নজরে আসে ঋষিরাজ ঝুলছে বাড়ির ভেতর। স্থানীয়রা ঋষিরাজকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।চলতি বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) কর্তৃক দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হয় মঙ্গলবার। ৮৮.৩৯ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ বছর মেয়েদের পাশের হার ৯১.৬৪। ছেলেদের পাশের হার ৮৫.৭০%। শিক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট – cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ গিয়ে ফলাফল দেখা যাবে।

এই বছর ৪৪ লক্ষেরও বেশি শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছিল। সিবিএসই’র দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়েছিল ১৮ মার্চ। দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৪ এপ্রিল।সিবিএসই-এর নির্দেশিকা অনুসারে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যেকোনও শিক্ষার্থীর কমপক্ষে ৩৩ শতাংশ নম্বর পাওয়া ছিল বাধ্যতামূলক। দশম শ্রেণির জন্য এই নম্বরগুলি সামগ্রিক ভিত্তিতে বিবেচনা করা হয়। যেখানে দ্বাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয় ক্ষেত্রেই পৃথকভাবে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। যদি কোন শিক্ষার্থী খুব কম ব্যবধানে (যেমন ১ নম্বর) পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়, তাহলে বোর্ড তাকে গ্রেস মার্কস অর্থাৎ অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।

সিবিএসই শিক্ষার্থীদের জানানো হয়েছে ফলাফল ঘোষণার পরে, তারা অফিশিয়াল ওয়েবসাইট cbse.gov.in, cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ গিয়ে তাদের স্কোরকার্ড পরীক্ষা করতে পারবে। এছাড়াও, শিক্ষার্থীরা ডিজিলকার অ্যাপের (Digilocker) মাধ্যমে তাদের ডিজিট্যাল মার্কশিট এবং সার্টিফিকেটও পেতে পারে। বোর্ড শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে ডিজিলকার লগইন আইডি (Digilocker App) এবং অ্যাক্সেস কোড শেয়ার করবে, যাতে তারা সহজেই লগইন করতে পারে। এর পাশাপাশি, শিক্ষার্থীরা উমং অ্যাপ এবং এসএমএস (SMS)পরিষেবার মাধ্যমেও ফলাফল পেতে পারে।

সিবিএসই বোর্ড একটি নতুন গ্রেডিং সিস্টেম ‘রিলেটিভ গ্রেডিং’ বাস্তবায়ন করেছে, যা পুরানো স্থির গ্রেডিং প্যাটার্ন থেকে আলাদা। আগে শিক্ষার্থীরা নির্দিষ্ট নম্বরের (যেমন ৯১–১০০ = A1) ভিত্তিতে গ্রেড পেত, কিন্তু এখন শিক্ষার্থীদের গ্রেড তাদের সহপাঠীদের গড় পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারণ করা হবে। এর লক্ষ্য হল শিক্ষার্থীদের উপর অ্যাকাডেমিক চাপ কমানো এবং প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কংসাবতী নদী সাঁতরে বাড়ি ফিরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেলেন বলরামপুরের এক ব্যক্তি

কদম্বগাছির পীরগাছাতে শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

চন্দ্রকোনাতে বন্যায় ফের প্রাণ কাড়ল এক যুবকের, উদ্ধার মৃতদেহ

শৌচাগার পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ২ ভাইয়ের

মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

মেমারিতে অঙ্গনওয়াড়ির খিচুড়িতে টিকটিকি, ব্যাপক শোরগোল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ